পুজোর কেনাকাটা স্টার্ট

in Incredible India21 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি কেনাকাটার কিছু গল্প।।

পুজোর সময় আমরা নিজেরা যেমন জামা কাপড় কিনি ,আমাদের কাছের মানুষদের জামাকাপড়ও গিফট করা হয়।। আমাদের বাড়িতেও ঠিক সে রকম প্রসেস। ছোটবেলা থেকে মা বাবা আমাকে জামা কিনে দেয়ার সাথে সাথেই আমার আত্মীয় স্বজনদের কিছু জনকে জামা কাপড় গিফট করে। এখন কিছু বছর হল সেটা বাচ্চাদের জন্য হয়ে গেছে। অর্থাৎ যে কটা বাচ্চা রয়েছে ,তাদেরকেই বাবা-মা জামাকাপড় দেয় পুজোর আগে।

20250831_180535.jpg

বাচ্চা বলতে যেমন আমার পিসতুতো দাদাদের ছেলে। তার মধ্যে আছে আদি, নিলয়। আছে আমার ছোট দিদির দুই মেয়ে শ্রেয়সী,টুয়া। এছাড়াও আমার পিসতুতো আর এক দাদার ছেলে রয়েছে, যে ঈশানার থেকে দু বছরের বড় তার নাম অঙ্কুশ। এছাড়া আমার বর দিদির আরেকটা মেয়ে রয়েছে নাম অঙ্কিতা।

20250831_180533.jpg

এরা সকলেই আমাদের খুবই আদরের। বাড়ির পরিবারের বাচ্চাদের মধ্যে এরাই রয়েছে। তাই প্রত্যেক বছর পয়লা বৈশাখে এবং পূজোর আগে মা-বাবা এদের সকলকে জামা কাপড় কিনে দেয়। আর মা-বাবা কিনে দেয় বলতে মা-বাবা শুধুমাত্র টাকাটাই দিয়ে দেয় ,কিনতে হয় আমাকে। এদের সকলের জামা কিনতে কিনতে আমি একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছি।

প্রত্যেক বছর পহেলা বৈশাখ আর পূজোতে জামা কিনতে কিনতে কার কত সাইজ জামা লাগে, সেটা পর্যন্ত মুখস্ত হয়ে গেছে।। আর মা বাবা আমার ওপর এ কারণে এত ভরসা পায়। ওদের জামা কাপড় কেনার দায়িত্ব আমাকে দিয়ে দেয়।

20250831_194313.jpg

কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। দুদিন যাবত ব্যস্ততা কাটিয়েও তারপরের দিন সকালবেলা থেকে দুপুর অব্দি আমাকে আমাদের শোরুমে থাকতে হয়েছে, প্রচুর কাজের চাপে।

সমস্ত কাজ মিটে যাওয়ার পর কিছুতেই আর বাড়ির দিকে যেতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল একটু ঘুরতে বের হই ।একটু মনটা ঠান্ডা করে আসি। আর এই সময় আপনারা স্বাভাবিকভাবেই জানেন আমি সবার আগে একজনের কথাই মাথায় আনি। সে আর কেউ নয়, সে হল আমাদের মৌসুমী বৌদি।। ভাবার সাথে সাথে বৌদিকে ফোন লাগিয়ে বললাম, বৌদি তুমি আমার সাথে একটু ঘুরতে বেরোবে। বৌদি কাজে ব্যস্ত ছিল তাই প্রথমে দু একবার যেতে চাইছিল না। কিন্তু আমি জেদ করাতে বৌদি at last রাজি হয়ে গেল।

20250831_194636.jpg

আর তারপরে ও রেডি হয়ে আমাদের শোরুমের সামনে আসলো, আর তারপর আমি আর ও মিলে টোটো করে মার্কেটের দিকে চলে গেলাম।। মার্কেটের দিকে যাওয়ার সময় ভেবেছিলাম নিজের জন্যই খালি জিনিস কিনব। অনেকদিন ধরেই আমি একটু প্লাজো কিনতে চাইছি। এর সাথে আমার একটা জুতো কিনতে হবে। তারপর দোকানে গিয়ে মাথায় আসলো যে বাচ্চাদের জিনিস কেনা হয়নি।

কোন না কোনদিন আমাকেই বেরিয়ে ওদের জামা কাপড় কিনতেই হত পুজোর আগে। তাই ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে।

20250831_194336.jpg

নিজের জিনিস কিনতে বেশিক্ষণ সময় লাগবে না ।তাই বৌদির সাথে বাচ্চাদের জিনিস দেখতে লাগলাম। বাচ্চারা হাইটে ছোট হলেও, ওদের জামার দাম কিন্তু আকাশছোঁয়া হতে থাকে।। মন মত না হওয়া অব্দি আমি কোন জামা কিনতে পছন্দ করি না। সেটা আমার নিজের জন্য হোক কিংবা অন্যের জন্য। কোন একটা জিনিস যেমন তেমন প্রকারে একজনকে দিয়ে দেওয়া মোটেই যুক্তিসঙ্গত নয়।

তাই অনেক খুঁজে এইটা না সেটা বিভিন্ন কনফিউশন কে সাইডে রেখে, অবশেষে এক এক করে জামা চুজ করতে লাগলাম বাচ্চাদের জন্য। সবকটা বাচ্চার জন্য জামা কেনা হয়ে গেল ।তারপর নিজের জন্য দুটো প্যান্ট কিনলাম ।আর তারপর চলে গিয়েছিলাম জুতোর দোকানে। খুব ভালো লাগলো একটা, অন্যরকম জুতো দেখে। যেটা আমার কাছে একটু নতুনত্ব মনে হয়েছে। আমি এরকম জুতো আগে কখনো পড়িনি। তাই ওই জুতোটাই কিনে নিলাম।।

মার্কেট করে মনের ভেতরে একটা বিশাল শান্তি পাই আমি। কি জানি কেন ।নিজের জন্য তো শপিং করতে ভালো লাগে, কিন্তু অন্যের জন্য শপিং করতেও আমার মজা লাগে ।আসলে আমার ঘুরতেই ভালো লাগে। এসব করে আবার টোটো নিয়ে বাড়ির দিকে ব্যাক করেছি। ফেরার সময় আইসক্রিম খেয়েছি আমি আর বৌদি মিলে।

সত্যি বলতে অত ছবি তোলার কথা মাথায় আসেনি। তাই বাড়িতে এসে যখন মনে পড়ল ,তখন কি কিনেছি তার কয়েকটা ছবি আপনাদের জন্য তুলে রেখেছিলাম ।সেগুলো শেয়ার করলাম। আজকে এখানেই শেষ করছি ।সকলে ভালো থাকবেন।

Sort:  

💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

Loading...

👋 Hey @isha.ish ,

Your post has been manually curated by @besticofinder 🎉

Thanks for sharing such nice content with the Steemit community. Keep it coming!

💬 Want to stay connected?
Join our Discord

@besticofinder

besticofinder footer

Congratulations! Your post has been supported by our team

InShot_20250801_084743252.jpg

Curated by @aviral123

Loading...