You are viewing a single comment's thread from:
RE: Incredible India monthly contest December #2|My gifts from Santa.
সান্তা ক্লজ এর কাছে আপনি ইউনিক কিছু চেয়েছেন। সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। অনেকদিন পরে আজ আপনি খুব আনন্দময় একটি দিন পার করেছেন। একটা মানুষ চলার পথে তার ফ্যামিলি সমস্যা তার নিজের ব্যক্তিগত সমস্যা চারিদিকে সমস্যা পড়ার টেনশন সবকিছুই থাকে তারপরেও সবকিছু নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। নিজেও নিজের পারিবারের সদস্যদের সুস্থতা সবচেয়ে বড় একটি আনন্দ। কেউ একজন অসুস্থ থাকলে সেই পরিবারে মনের ভিতর অশান্তি লেগেই থাকে কোন কিছু ভালো লাগে না। নিজেকে আত্মনির্ভরশীল করা। একটি নতুন প্রাণীকে পৃথিবীতে আনতে চাই আপনার কথাগুলো আমার কাছে অনেক দারুন লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।
আমার জেনে ভালো লাগলো, আপনি আমার পোস্ট পড়তে পছন্দ করেছেন এবং সান্তা ক্লজের কাছে চাওয়া আমার প্রত্যেকটা জিনিস আপনার নতুনত্ব লেগেছে। সত্যিই আপনজনের সুস্থতার থেকে বড় উপহার আর কিছু হয় না। পরিবারের কেউ অসুস্থ থাকলে, বাকি সবাই মানসিক দিক থেকে ভেঙে পড়ে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।