Better life with steem || The Diary Game || 05 August 2025||
বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে আমার ফেলে আসা একটি দিনের কার্যলিপি তুলে ধরতে চলে আসতাম।
![]() |
---|
সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করে , মাঝ রাতে বৃষ্টির সাথে অনেক জোরে বাতাস দেওয়ার কারণে কারেন্ট চলে গিয়েছিল এখন পর্যন্ত আসে নাই। আব্বু আম্মু খাদ্য দিয়ে চলে এসেছে। কারেন্ট জন্য অপেক্ষা করতে ছিলাম বাড়ির আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করতে ছিলাম সকাল সাড়ে সাতটার দিকে কারেন্ট আসলে আমি আর আব্বু পোল্ট্রি ফার্মে চলে যাই।
আব্বু ফ্লোর পরিষ্কার করে, আমি মুরগির পানির পাইপ পরিষ্কার করি, পাশাপাশি আব্বুকে সহযোগিতা করি ফ্লোর পরিষ্কার কাজে। মুরগির পানির পাইপ পরিষ্কার করা হয়ে গেলে মুরগী দের কে ওষুধ দেওয়ার জন্য প্রস্তুতি নেই। একটি বালতিতে পরিমাণ মতো পানি নিয়ে এরপর পরিমাণ মতো ওষুধ দিয়ে মুরগির প্রতিটি পাইপে পরিমাণ মতো ওষুধের পানি দিয়ে দেই।
![]() |
---|
পোল্ট্রি ফার্মের সকালের কাজ শেষ করে আমি আর আব্বু বিল পারে চলে আসি পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য বিল পাড়ের ঘর থেকে খাদ্য নিয়ে নৌকার কাছে রাখি।
![]() |
---|
নৌকার কাছ থেকে আব্বু নৌকা দিয়ে বিলের মাঝখানে নিয়ে যায়, আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নেই। এরপরে লবণ নিয়ে বসে যাই মুরগি দের পানি সথে পরিমাণ মতো লবণ দেওয়া লাগবে সেই পরিমাণ টা করে রাখি,এই কাজ শেষ করে।
![]() |
---|
বাহিরে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করি, সকাল খাবার জন্য আম্মু ডাক দেয় তাই ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া শেষ করে রেস্ট নিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে পড়ি খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য।
গরুর খাবার তৈরি করা শেষ করে, খুবই অল্প সময় রেস্ট নিয়ে পোল্ট্রি ফার্মে চলে আসি এর মধ্যে ওষুধের পানি শেষ হয়ে যায় মুরগির । মোটর চালু করে বালতির মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে সকালবেলা পরিমাণ মতো লবণ রেখেছিলাম সেগুলো একটি একটি করে দিয়ে দেই মুরগিদেরকে লবন পানি দেওয়ার শেষ করে ডিম তুলতে থাকি ডিম তোলা শেষ করে বাড়িতে এসে আরো কিছু টুকটাক কাজ শেষ করে।
![]() |
---|
ওয়াস রুমে চলে যাই গোসল করার জন্য গোসল শেষ করে রুমে এসে রেস্ট নেই, দুপুরের খাবার তৈরি হবার আগ পর্যন্ত মোবাইল নিয়েই থাকি খাবার তৈরি হয়ে গেলে খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের কাজগুলো করার জন্য বের হয়ে পড়ি।
![]() |
---|
পোল্ট্রি ফার্মে গিয়ে পানির পাইপ পরিষ্কার করি আব্বু আম্মু খাদ্য দেয় মুরগিদেরকে, আমি বাড়ির পাইপ পরিষ্কার করি মুরগিদেরকে ওষুধ দেওয়ার জন্য প্রস্তুতি নেই, একটি বালতিতে পরিমাণমতো পানি নিয়ে, পরিমাণ মতো ওষুধ দিয়ে দেয় , বালতিতে ওষুধের পানি গুলো মুরগির প্রতিটি পাইপ পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেয়।
আমার আগেই আব্বু-আম্মু চলে যাই, আমি তাদের কিছুক্ষণ পরে আমার কাজ শেষ হয়, গিয়ে দেখি বিল পাড়ে মাছের খাদ্য নেওয়া হয়ে গেছে বিল পাড়ে তাই আর ওইখানে না দাঁড়িয়ে থেকে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে এখন বিশ্রাম নিতে থাকি।
![]() |
---|
আজকে সরকারি ছুটি থাকায় কয়েকটি ফ্রেন্ড দেখা করতে বলে, আমাদের কিছুটা দূরে একটি ব্রিজ আছে সে ব্রিজে সবাইকে আসতে বলি , আমি ওই ব্রিজে চলে যাই। অনেক মানুষ মাছ ধরেছে দেখে অনেক ভালো লাগছে।
![]() |
---|
সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে সময় কাটানোর পর ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি আসার সময় পোল্ট্রি ফার্ম হয়ে আসি লাইট জ্বালিয়ে মুরগী দের কে নরমাল পানি দিয়ে বাড়িতে চলে আসি।
![]() |
---|
ফ্রেশ হয়ে রুমে চলে আসি, আমাদের ভাড়াটিয়া বাড়িতে যাওয়ার জন্য আম্মু আমাকে বলে কিন্তু আমার শরীর খারাপ লাগাই আর আম্মুর সাথে যাওয়া হয় নাই ।বাড়িতে থেকে যাই আম্মু চলে যায়, করতে থাকি। এশার আযানের আরো কিছুক্ষণ পর আম্মু আসে। রাত্রের খাওয়া-দাওয়া সম্পূর্ণ করি, তার সাথে রাতে ওষুধ খেয়ে নেই।
পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার জন্য অপেক্ষায় থাকি। পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার সময় আসলে, কাজটা শেষ করে চলে আসি বাড়িতে। ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
![]() |
---|
আজকের পোস্টে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।।