Better life with steem || The Diary Game || 22 June 2025||

in Incredible India2 months ago
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-06-22_21_35_12.jpg

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।

IMG20250622182923.jpg

ফজরের আযান দেওয়ার কিছু পরে ঘুম থেকে উঠে পরি কারণ ২ দিন ধরে বড় বিল থেকে মাছ ধরা হচ্ছে আজকে সকালেও মাছ ধরা হচ্ছিল দেখার জন্য চলে আসি ওইখানে কাজ জেলে রা‌ কাজ করে।

IMG20250622052624.jpg

IMG20250622052856.jpg

IMG20250622052522.jpg

বিল থেকে মাছ গাড়িতে তুলে দেওয়া পরে গাড়িটা অনেকটাই ছোট হয়ে গেছিল মাছগুলো লাকি লাগিয়ে বাইরে পড়তে ছিল তাই গাড়ি চার পাশ নেট দিয়ে দিয়ে দেয় এর আগে আমাদের বাড়ির জন্য পাশাপাশি কাকিদের জন্য কিছু মাছ রেখে,আব্বু গাড়ি নিয়ে বাজারে চলে যাই। জেলেরা জাল রেখে চলে যায়,আমি আর আম্মু পোল্ট্রি ফার্মে চলে আসি।

IMG20250622054259.jpg

IMG20250622053636_BURST001_COVER.jpg

IMG20250622054121.jpg

আম্মু খাদ্যর পাইপ পরিষ্কার করে আমি মুরগিদেরকে খাদ্য দেওয়ার জন্য খাদ্য প্রস্তুত করি আম্মুর খাদ্য পাইপ পরিষ্কার করা শেষ হলে মুরগির খাদ্য নিয়ে এক সাইডে চলে যায়, আমি অন্য সাইডে চলে আসি।

IMG20250622062938.jpg

আমি এক সাইড মুরগিদেরকে খাদ্য দেওয়া শেষ করতে আম্মু তিন সাইড মুরগিদেরকে খাদ্য দেয় খাদ্য দেওয়া শেষ করে ।আম্মু পানির পাইপ পরিষ্কার করে আমি ফ্লোর পরিষ্কার করি সে কাজে আম্মু সাহায্য করে ।পাশাপাশি পানির পাইপ পরিষ্কার করতে থাকেন। আম্মুর পানির পাইপ পরিষ্কার করা শেষ হলে।

আমি এখনো ফ্লোর পরিষ্কার করার কাজে চলমান আছি অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। পোল্ট্রি ফার্মে ফ্লোর পরিষ্কার করা শেষ হয়ে গেলে মুরগি দের প্রতিটা পানির পাইপে পানি দিয়ে বাড়িতে চলে আসি।

কাকি দের ঘরে মাছ দিয়ে ফ্রেশ হয়ে সকালে হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নেই ।বাড়িতে আরো কিছু টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করি,, আজকে রোদ উঠেছে গরম বেশি ঠান্ডা কম লাগছিল তাই পোল্ট্রি ফার্মে চলে আসি ফ্যান চালু করে দেওয়ার জন্য।

IMG20250622171659.jpg

বাড়িতে এসে সকালের খাবার খেয়ে গরু জন্য খাবার তৈরি করার প্রস্তুতি নেই, গরুর জন্য খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই। কিছু সময় রেস্ট নিয়ে ডিম তোলার জন্য চলে যাই। আমি আর আম্মু পোল্ট্রি ফার্মের সমস্ত ডিম তুলে গণনা করে গুছিয়ে বাড়িতে চলে আসি আমি গোসল করে শেষ করে রুমে চলে আসি।

IMG20250622183757_BURST001_COVER.jpg

মোবাইল নিয়ে সময় অতিবাহিত করতে থাকি দুপুরের খাবার তৈরি হয়ে গেলে। সবাই মিলে খাবার খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে বিকেলের কাজগুলো করতে এসে পড়ি এসে পড়ি । মুরগি দের কাছে থেকে ডিম তুলে পানি দিয়ে বাড়িতে চলে আসি।

IMG20250622172736.jpg

ফ্রেশ হয়ে বিল পারে চলে আসি মাচায় বসে থাকার জন্য এসে দেখি কয়েকটা ছোট বাচ্চা ওরা খেলাধুলা করছিল তাদের সাথে আমি গল্পে করতে থাকি বসে থাকতে আর ভালো লাগছে না তাই বাড়ির আশপাশে দিয়ে হাঁটাহাঁটি করতে থাকি ।

IMG20250622183421.jpg

সন্ধ্যার কাজের সময় হয়ে গেলে পোল্ট্রি ফার্মে আসার রাস্তায় আমার ছোট ভাইস্তা তার সাথে রাস্তায় দেখা হয় ,আমার সাথে পোল্ট্রি ফার্মে আসবে,তাকে নিয়ে চলে আসি পোল্ট্রি ফার্মে চলে আসি জীবাণুমুক্ত স্প্রে করে দুজনে ভিতর ঢুকে ।

IMG20250622183752.jpg

পোল্ট্রি ফার্মের লাইট জ্বালিয়ে ডিম তুলে বাড়িতে আসতে যাব এখন তার ছোট বাবু ডিম লাগবে বাবুর আব্বু বাবুর আম্মু তিনটা ডিম লাগবে তাকে কোনরকম তিনটা ডিম দিয়ে। বাড়িতে তাকে রেখে আমি আমাদের বাড়িতে চলে আসি ।

ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে পড়ি পায়ের ব্যথাটা একটু বাড়ছে আজকে দুই দিন ধরে সন্ধ্যার দিকে খুবই শরীর খারাপ হয়ে যায়। কিছু সময় মোবাইল নিয়ে সময় অতিবাহিত করার পর রাতের খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেই এরপর ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।

আজকের পোস্টে পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...