Better life with steem || The Diary Game || 24 June 2025||

in Incredible Indialast month
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

Collage_2025-06-24_22_09_03.jpg

আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যক্রম তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।

IMG20250624170734_BURST001_COVER.jpg

আজকে সকাল বেলা একটু দেরি করেই ঘুম ভাঙ্গে কারণ গতকাল রাত্রে একটু দেরি করে ঘুমানো হয়েছিল, গতকালকে রাত্রে ছোটখাটো একটি ঘুম দিয়ে উঠে পড়ি এরপর ঘুমাতে একটু দেরি হয়ে যায়।

দেরিতে ঘুমানোর কারণ আব্বু কোম্পানিতে গিয়েছিল পাঙ্গাশের খাদ্য তৈরি করার জন্য আসতে আসতে রাত বারোটার কাছাকাছি হয় খাদ্য গুলো দেখে নামানোর প্রায় রাত একটার কাছাকাছি বেজে যায়, গাড়ির সাথেই হেল্পার ছিল তারাই খাদ্য গুলো নামিয়ে দিয়ে যায় আমি শুধু তাদের কাজে একটু সহযোগিতা করি।

IMG20250624165109.jpg

পাঙ্গাশের খাদ্যের পরিমাণ ছিল ৩ টন এক টন আমরা বলি ৪০ বস্তা তাহলে তিন টন ১২০ বস্তা এগুলো বস্তার গুলো একটি করে রেখে এরপরে ঘুমানোর সুযোগ হয়।

IMG20250624165021_BURST001_COVER.jpg

সকাল বেলা ঘুম থেকে উঠে হাঁটার সুযোগ সময় পাইনা পোল্ট্রি ফার্মে চলে আসি। এখানেও এসে দেখি পোল্ট্রি ফার্মের প্রায় ৯০% কাজ শেষ হয়ে গেছে ১০% কাজ বাকি আছে তাও ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে।

তাই ওখানে না দাঁড়িয়ে না থেকে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে বাড়িতে টুকটাক কাজগুলো শেষ করি, সকালের রৌদ্রের তাপমাত্রা বেড়ে গেছে তাই পোল্ট্রি ফার্মে এসে ফ্যান চালু করে দেই ।

IMG20250624183050.jpg

বড় বিলে চলে আসি মাছের খাদ্য দেওয়ার সময় হয়ে গেছে তাই খাদ্য গুলো নিয়ে নৌকার কাছে চলে আসি। পোল্ট্রি ফার্ম থেকে বাড়িতে এসে গরুর জন্য পানি আর খাদ্য ভুষি চালের কুঁড়া দিয়ে সকালের খাবার খেয়ে নেই গরুর জন্য খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই।

IMG20250624174610.jpg

IMG20250624174635.jpg

মোবাইল নিয়ে কিছু সময় অতিবাহিত করার পর বাড়ির আশপাশ কিছু গাছ রোপন এসব গাছ নষ্ট হওয়ার পথে তাই সেগুলো যত্ন করি, হাত পা ধুয়ে পোল্ট্রি ফার্মে চলে যায়। ডিম তোলার জন্য আমার আগে আম্মু চলে গিয়েছিল।

IMG20250624170708.jpg

গিয়ে দেখি আম্মু ৫ কেস মতো ডিম তুলে ফেলেছে আমি আমি মাঝখানে সিরিয়াল ধরে ডিম তুলতে থাকি দুজন মিলে ডিম তোলা শেষ হয়ে গেলে আমি বাড়িতে এসে বিশ্রাম নিতে থাকি জোহরের আযান দিয়ে দিলে গোসল করে রুমে চলে আসি।

মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি দুপুরের খাবার তৈরি হলেন খাওয়া-দাওয়া করে রেস্ট নিতে থাকি, বিকেলের কাজের সময় হলে বের হয়ে পড়ি মুরগি দের কাছ থেকে ডিম তুলে ওদেরকে পানি দিয়ে ।

IMG20250624183101.jpg

বাড়িতে এসে অপেক্ষা করি পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য আব্বু মুরগি দের খাবার দেওয়া শেষ করে সরাসরি বিল পারে চলে আসে ওইখানে খাদ্য গুলো নিয়ে যায় আব্বু খাদ্য গুলোকে নৌকা করে বিলের মাঝখানে খাদ্য দেওয়ার মাচায় নিয়ে যায় ।

IMG20250624165039.jpg

আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে পোল্ট্রি ফার্মের আশপাশ দিয়েই হাঁটাহাঁটি করতে থাকি আজকে আবার ডিমের গাড়ি আসবে তাই ডিমের গাড়িগুলো আসার অপেক্ষায় থাকি ১৫-২০ মিনিটের মধ্যেই একটি গাড়ি উপস্থিত হয়।

IMG20250624180904.jpg

আমি একা একাই ভিতর থেকে ডিম বের করতে থাকি আম্মু কিছুক্ষণ পরে আসে এরপরে দুজন মিলে তাড়াতাড়ি করে ভিতর থেকে ডিম বের করে আরেকটি গাড়ি উপস্থিত হয় দুটি গাড়ি লোড করা শেষ করে দুটি একসাথে চলে যাই।

IMG20250624183443.jpg

আমি বাড়িতে এসে আম্মু সন্ধ্যার কাজে সামান্য পরিমাণ সহযোগিতা করি কাজ শেষ হয়ে রুমে চলে আসি ল্যাপটপে একটি মুভি দেখি রাতের কাজের সময় হয়ে আসলে পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে বাড়িতে এসে রাত্রে খাওয়া দাওয়া করে ল্যাপটপে বাকি মুভি দেখে ঘুমানোর প্রস্তুতি নেই।

IMG20250624212128.jpg

আজকে পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
Loading...