Better life with steem || The Diary Game || 27 August 2025||
বিসমিল্লাহির রাহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমি আপনাদের মাঝে আমার নতুন একটি দিনের কার্যলিপি তুলে ধরতে বলতে চলে আসলাম।
সকাল বেলা ঘুম ভাঙে একটু সকাল সকালই বিছানার মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকি বিছানা থেকে উঠে ওয়াশ রুমে চলে যাই ফ্রেশ হয়ে সকালের কিছু সময় শারীরিক ব্যায়াম করে। হাঁটতে বের হই সামান্য পরিমাণ হাঁটাহাঁটি করে যখন বাড়িতে আসি রাস্তায় পাশে আমাদের পোল্ট্রি ফার্ম পড়ে রাস্তা থেকে দেখা যায় আব্বু আম্মু পোল্ট্রি ফার্মে এর ভিতর কাজ করতেছিল দেখে চলে আসতে পারি না তাই তাদেরকে সাহায্য করার জন্য আমিও পোল্ট্রি ফার্মে ঢুকে যাই।
![]() |
---|
একটি কাজ যখন একজনও করে তখন তার অনেক সময় লেগে যায় যখন একটি কাজ ৩-৪ জন মিলে করে তখন সেই কাজটা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় তাই মূলত পোল্ট্রি ফার্মে আব্বু আর কর্মচারী কাজ করত এখন কর্মচারী না থাকাই আব্বুকে কাজ করতে হয়।
পাশাপাশি কাজটি তাড়াতাড়ি শেষ করার আব্বু কষ্ট কম হওয়ার জন্য আম্মুর সাথে থাকে এখন আমি বাড়িতে থাকাই আমিও তাদের সাথে কাজে সহযোগিতা করি যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় সময় কম লাগে।
![]() |
---|
পোল্ট্রি ফার্মে সকালের কাজ শেষ করে আমি আর আব্বু বিল পারে চলে আসি মাছদের খাবার দেওয়ার জন্য খাদ্যের ঘর থেকে খাদ্য নিয়ে নৌকার কাছে রেখে দেই দশটি বস্তা নেওয়ার পর আব্বু এই বস্তা গুলো নৌকায় করে বিলের মাঝখানে চলে যায়।
![]() |
---|
আমি প্রতিদিনের মতোই বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে নেই আমার হালকা খাবারের মধ্যে থাকে ফল বিস্কিট আর ডিম সিদ্ধ এই খাবারগুলো খেয়ে এখনো অসুস্থ থাকায় সকাল বেলা আর রাত্রে বেলা ওষুধ খাওয়া লাগে তাই সকাল বেলার ওষুধ খাওয়ার কাজটা শেষ করে ফেলি কখন না কখন আবার সকাল বেলা খাওয়া হয় ।
এখন দুইদিন ধরে বৃষ্টি একদম নেই রোদ অনেক গরম সেইরকম তাই গরমের মধ্যেই কাজ ততটা ভালো লাগে না। মনে হয় যত তাড়াতাড়ি কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি গরম থেকে মুক্তি পাবো।
একটি কাজ শেষ হতে এরপর আরেকটি কাজ হাতে এসে পড়ে। আম্মুর দেওয়া টুকটাক কাজগুলো শেষ করে। পোল্ট্রি ফার্মে গিয়ে ফ্যান চালু করে দিয়ে আসি চালু করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নেই।
![]() |
---|
খাওয়া-দাওয়ার পর গরুর কাছে চলে আসি তাকে খাদ্য তার সাথে ভুষি এগুলো পানি সাথে মিশ্রণ করে দিয়ে দেই এটা খেতে থাকে তার সাথে খড় আর সবুজ গাছ কেটে দেই গরুর জন্য একটি বড় বস্তায় রেখে দেই সেটা সারাদিন আম্মু অল্প অল্প করে দিয়ে দেয়।
গরুর কাজ শেষ হওয়া মাত্রই পোল্ট্রি ফার্মে আসি ওখানে কিছু সময় বসে রেস্ট নেই এরপর ডিম তুলতে থাকি আম্মু আসলে দুজন মিলে তাড়াতাড়ি করে ডিম তোলা শেষ করে আমি বাড়িতে ওয়াশ রুমে গোসল করতে চলে যাই। গরমের সময় গোসলটা শেষ করতে অনেকটা বেশি সময় লাগে।
রুমে এসে মোবাইল নিয়ে সময় পার করতে থাকি আম্মু বাড়ির কাজে ব্যস্ত থাকাই দুপুরের রান্না করতে একটু দেরি হয়ে যায় তাই সকালের খাবার গরম করে দিয়ে দেয় সেটা আমি আর আব্বু খাওয়া দাওয়া করে। রেস্ট নিতে থাকি বিকেল বেলার কাজ করার জন্য চলে আসছি তিনজন মিলে তাড়াতাড়ি করে পোল্ট্রি ফার্মের কাজ শেষ করে আমি আর আব্বু বিল পাড়ে চলে এসেছি মাছের খাবার দেওয়ার জন্য ।
![]() |
---|
বিল পারে আব্বুর কাজে সহযোগিতা করে আমি ফ্রেশ হয়ে আমাদের বাড়ির রাস্তায় থাকি কখন জানি না আবার ডিমের গাড়ি চলে আসে সেটার জন্য অপেক্ষা করি আসরের ঘন্টা খানিক পরে ডিমের গাড়ি চলে আসে আমি আর আম্মু দুজন মিলে পোল্ট্রি ফার্ম থেকে ডিম বের করে ডিমের গাড়ির ড্রাইভারকে দিয়ে দেই ওরা ডিম নিয়ে গাড়ি লোড করে চলে যায়।
![]() |
---|
আমি পাশাপাশি লাইট জ্বালিয়ে মুরগিদেরকে পানি দিয়ে বাড়িতে আসার রাস্তায় একটি প্রতিবেশী দাদির সাথে দেখা হয় রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলি আমি চলে আসি বাড়িতে এসে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই আম্মুর সাথে দেখা হয় জিজ্ঞেস করে এতক্ষন কোথায় ছিলাম এর উত্তর দিয়ে আমি রুমে চলে আসি।
![]() |
---|
মোবাইল নিয়ে ইউটিউব দেখতে থাকি ইউটিউবে ভালো একটি মুভির দেখতে পায় সেটা ল্যাপটপে অনুসন্ধান করে খুঁজে বের করি এরপর দেখতে থাকি ৩০ মিনিটের দেখার পর কারেন্ট টা চলে যায় রুমের ভিতরে গরম থাকায় তাই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে করতে থাকি আর ঠান্ডা বাতাস উপভোগ করি।
![]() |
---|
এক ঘন্টা পর কারেন্ট আসলে রুমে চলে আসি মুভি দেখতে থাকি আর রাত্রের খাওয়া দাওয়া টা সম্পন্ন করি খাওয়া দাওয়া শেষ করে পোল্ট্রি ফার্মে চলে আসি লাইট বন্ধ করার জন্য লাইট বন্ধ করে বাড়িতে এসে বাকি মুভিটা দেখতে থাকি মুভি দেখা শেষ করে ল্যাপটপ বন্ধ করেন ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকের পোস্ট এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।