Better life with steem || The Diary Game || 27 June 2025||
বিসমিল্লাহির রাহমানির রাহিম।। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
আমার ফেলে আসা একটি দিনের স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরতে শেয়ার করতে চলে আসলাম।
সকাল বেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি আমার আর আব্বুর বাড়িতে বাহিরে সমস্ত কাজ মোটামুটি আমাদের দুজনকেই করতে হবে আম্মু তার ফুফু মারা গিয়েছে এই দুঃখজনক খবরটা রাত পাই তাকে দেখার জন্য চলে গিয়েছে খুব সকাল বেলায়।
সকাল শুরু হতেই পোল্ট্রি ফার্মে গিয়ে মুরগি দের লাইট জ্বালিয়ে দিয়ে আসি। আব্বু গরুকে খাবার দেয় আমি হাঁটতে চলে যাই খুবই অল্প সময় হাঁটাহাঁটি করে পোল্ট্রি ফার্মে এসে দেখি আব্বু চলে এসেছে মুরগির খাবারের পাইপ পরিষ্কার করছিল ।
আমি ভিতরে ঢুকে আমার যাবতীয় টুকটাক কাজগুলো শেষ করি আমি আর আব্বু মুরগী দের কে খাবার দিয়ে আব্বুর ফ্লোর পরিষ্কার করতে থাকি আমি মুরগিদেরকে পানি সাথে মিশ্রণ করে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করে দেই।
পাশাপাশি আব্বু ফ্লোর পরিষ্কার করার কাজে সহযোগিতা করে ফ্লোর পরিস্কার করা শেষ করে মুরগি দের প্রতিটি পাইপে পানি দিয়ে দেয় পানি দেওয়া শেষ করে আমি আর আব্বু বিল পারে চলে আসি পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য দুজন মিলে খাদ্য গুলো নৌকার কাছে নিয়ে যায়। সেসব খাদ্য আবার নৌকা দিয়ে মাচায় নিয়ে চলে যায়।
আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খাবার খেয়ে বাড়িতে যত টুকটাক কাজ ছিল সেইগুলো শেষ করি। আর হালকা গরম লাগছিল তাই ফার্মে গিয়ে ফ্যান চালু করে বাড়িতে এসে সকালের খাবার খাবার খেয়ে।
গরুর জন্য খাবার তৈরি করার কাজে নিয়োজিত হয়ে যায়। গরু পানি দেওয়ার সাথে খাদ্য ভুষি তার সাথে চাউলের কুঁড়া দিয়ে ঘাস আর খড় কাটার জন্য চলে আসি।
আব্বু ঘাস কাটার সময় আব্বু বলেছিল শিং মাছের পুকুরে আসার জন্য গরুর খাবার তৈরি করতে ছিলাম তাই সেজন্য যেতে পারি নাই। গরুর খাবারের কাজ শেষ হওয়া মাত্রই আমি শিং মাছের পুকুরে চলে আসি এসে দেখি মাছের ওজন নিচ্ছে। তার পাশাপাশি আরো কিছু কাজ করবে। শিং মাছের পুকুরের কাজ শেষ করে আমি বাড়িতে এসে কাপড় পরিবর্তন করে ডিম তোলার জন্য চলে যাই।
ডিম তোলা শেষ করে বাড়িতে এসে তাড়াতাড়ি করে গোসল করে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদের চলে আসি নামাজ শেষ করে বাড়িতে এসে দেখি আম্মু চলে এসেছে। রেস্ট নেওয়ার জন্য রুমে চলে আসি আমি শুয়ে থাকি। মসজিদ থেকে এসে আব্বু বলে আমাদের ফ্যামিলি ডাক্তার বাড়িতে এসেছে।
তার সাথে দেখা করতে যাব বিকেল বেলা রেডি থেকো, দুপুরের খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের কাজ থেকে প্রতিদিন সংগ্রহ করে পানি দিয়ে পাঙ্গাশ মাছের খাদ্য দেওয়ার জন্য চলে আসি আব্বুর সাথে পাঙ্গাশ খাদ্য দেওয়ার কাজে সহযোগিতা করে বাড়িতে চলে আসি ফ্রেশ হয়ে রেডি হই ডাক্তার আঙ্কেলের সাথে দেখা করার জন্য।
আমি আর আব্বু একটু অটু নিয়ে ডাক্তারের সাথে দেখা করি আগেও অনেকবার দেখা করছি, পরামর্শ নেওয়ার জন্য দেখা করা। তার সাথে আমার সমস্যা তার যুক্তি বেশি কিছুক্ষণ তিনজন মিলে এ নিয়ে বেশ অনেকক্ষণ আলোচনা করি।
সন্ধ্যার একটু আগে আমি বাড়িতে চলে আসি একা অটো নিয়ে, পোল্ট্রি ফার্মের লাইট জ্বালিয়ে বাড়িতে এসে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কি কি কথা হয়েছে আম্মু কেউ বলি।
রাত্রে খাওয়া দাওয়া করে আমি পোস্ট লিখে চোখে ঘুম চলে আসাই পোস্ট আর সাবমিট না করে ঘুমিয়ে পড়ি।
আজকের পোস্টটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।