Better life with steem || The Diary Game || 30 July 2025||
বিসমিল্লাহির রহমানির রাহিম। |
---|
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। |
---|
![]() |
---|
সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়াম করে পোল্ট্রি ফার্মে চলে আসি। আজকে মুরগি দের ভ্যাকসিন দিবে সেজন্য একটু তাড়াতাড়ি চলে আসি। পোল্ট্রি ফার্ম এসে দেখি আব্বু-আম্মুর খাদ্য দেওয়ার শেষ পানির পাইপ পরিষ্কার করতে যাবে নষ্ট পানি গুলো ফেলে দিচ্ছে এরপর পরিষ্কার করবে।
![]() |
---|
আমি আর আম্মু মুরগির পানির পাইপ ভালো করে পরিষ্কার করি একটি বালতি নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে ভ্যাকসিন আর দুধ মিশিয়ে দেই এটা মূলত মুরগী দের দুধ বলতে পারেন তাড়াতাড়ি করে ভ্যাকসিনের পানিটা শেষ করার জন্যই দুধটা দেওয়া হয়। শুধু পানি দিলে সেটা শেষ করতে অনেকটা সময় নিবে। ভ্যাকসিনের পানি যত তাড়াতাড়ি শেষ হবে সেটা মুরগি দের জন্যই ভালো।
![]() |
---|
মুরগি দের ভ্যাকসিনের পানি দেওয়া শেষ করে আম্মু বাড়িতে চলে আসে আব্বু ফ্লোর পরিষ্কার করে। আমি আর আব্বু বিল পাড়ে চলে আসি বিল পাড়ের ঘর থেকে পাঙ্গাশ মাছের খাদ্য নিয়ে নৌকার কাছে রেখে আমি চলে আসি আব্বু নৌকা দিয়ে খাদ্যগুলো আবার বিলের মাঝখানে নিয়ে চলে যায়।
![]() |
---|
বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নেই অল্প সময়ে রেস্ট নিয়ে টুকটাক কাজগুলো শেষ করি পোল্ট্রি ফার্মে গিয়ে ফ্যান চালু করে দিয়ে আসি।
বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া সম্পন্ন করি, খাওয়া-দাওয়ার পর রেস্ট নিয়ে গরুর জন্য খাবার তৈরি করতে কাজে লেগে যাই। খড় আর সবুজ ঘাস কেটে রেখে দেই সারাদিনের জন্য।
![]() |
---|
বসে কিছুক্ষণ রেস্ট নেই ডিম তোলার সময় হয়ে আসলে আমি পোল্ট্রি ফার্মে গিয়ে ডিম তোলা শুরু করে দেই আজকে একা একাই সমস্ত ডিম তোলা সম্পন্ন করি। ডিম তোলা শেষ করে বাড়িতে এসে গোসল করতে যাব তখনই খাদ্যের গাড়ি চলে আসে।
![]() |
---|
একা একা খাদ্য তুলতে খাদ্যর গাড়ির ড্রাইভারের খুব কষ্ট হয় তাই তাকে সাহায্য করার জন্য চলে আসি দুজন মিলে তাড়াতাড়ি করে খাদ্য তুলে আমি বাড়িতে এসে ওয়াশ রুমে চলে যাই গোসল শেষ করে ।
![]() |
---|
রুম শুয়ে রেস্ট নেই ,দুপুরের খাওয়া-দাওয়া করার জন্য আম্মু ডাক দেয় খাওয়া-দাওয়া সম্পন্ন করে। শুয়ে ঘুমের জন্য চেষ্টা করি ছোটখাটো ঘুম দেওয়ার পর আসরের আযানের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়ি।
![]() |
---|
ফ্রেশ হয়ে বাহিরে বের হই ঠান্ডা বাতাস তাই বিল পারে এসে মাচায় বসে থাকি আর ডিমের গাড়ির জন্য অপেক্ষা করি। ৩০ মিনিটের মতো অপেক্ষা করার পর একটি গাড়ি আসে তাকে পোল্ট্রি ফার্মে পাঠিয়ে দিয়ে চাবি নিয়ে আমি তার পিছনে পিছনে চলে যায়।
আম্মু বাড়িতে কাজে ব্যস্ত থাকাই ডিমের গাড়ি আসার খোঁজ পাই নাই তাই আমি একা একাই প্রথম গাড়ি লোড করে দেই। দ্বিতীয় গাড়ির জন্য অপেক্ষা করি, এটা আসতে একটু দেরি হবে প্রথম গাড়ির ড্রাইভার বলে গিয়েছিল। তাই আর পোল্ট্রি ফার্মের লাইট জ্বালিয়ে বাড়িতে চলে আসি ।
আম্মুকে সন্ধ্যার কাজে সহযোগিতা করি মাগরিবের আযানের কিছুক্ষণ পরেই দ্বিতীয় গাড়ি চলে আসে, ড্রাইভার কে দেরি হবার কারণ জিজ্ঞেস করি মাগরিবের আযানের আগে আসার জন্য বলে দেই এরপর আমাদের একটু অসুবিধা হয়ে যায় সেটাও ওদেরকে বলি ।
![]() |
---|
ডিম দেওয়া শেষ করে বাড়িতে এসে আমি আমার রুমে চলে আসি ও মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এশারের আজান দিয়ে দিলে রাত্রে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেই।
পোল্ট্রি ফার্মের লাইট বন্ধ করার সময়ের জন্য অপেক্ষা করি। সময় যখন হয়ে আসে তখন পোল্ট্রি ফার্মে গিয়ে লাইট বন্ধ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নেই।
আজকের পোস্টে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন।
The TEAM FORESIGHT has supported your post. We support quality posts, good comments anywhere, and any tags
Dear, madam.
Thank you for your support
@sduttaskitchen