পোকেমন এর আরেকটা ক্যারেক্টর

in Incredible India9 months ago

আমার বড়দের সকলকে প্রণাম জানাই । আজকে আমি আঁকতে চলেছি একটি পোকেমন সিরিজের ক্যারেক্টার।আর আপনারা তো জানেনই যে আমি এর অনেকগুলি অংশ বানিয়েছিলাম। প্রায় তিনটে মতো অংশ হবেই।

যাইহোক এটি ৪ নম্বর অংশ। আর আমার যেহেতু ছোটবেলা থেকেই পোকেমন সিরিজ খুব ভালো লাগে, তাই আমার এর ছবি আঁকতেও খুব ভালো লাগে। পরবর্তীকালে আপনি দেখতে পাবেন একটি নতুন গাড়ি আর আমি আপনাদের বলেছিলাম যে আমি গাড়ি জিনিসটি খুব ভালোবাসি। সেটি আগের গাড়ির পোস্টগুলিতে লিখেছিলাম। আর তো দেখছেন যে সপ্তাহের মধ্যে শুধু তিনটে পোস্ট করছি আমি। কারণ পুজো এবং ঘোরাফেরা করার জন্য আমার ছবি আঁকাটা হয়ে উঠছে না ।

20241106_204333.jpg

বাকি আমি এইটাকে ভাবছি continute করব। আর গ্যাপ দেব না ।অনেক গ্যাপ দেওয়া হয়েছে। আমার দিদির কাছে এর জন্য বকাও খেয়েছি।মাঝখানে ফোনের একটি প্রবলেম হয়েছিল। যেটাতে আমার দিদি কোন ভিডিও এডিট করতে পারছিল না ।কারণ আমরা একটা অ্যাপস দিয়ে অন্য ফোনের থেকে একটি ভিডিও আরেকটি ফোনে নিই ।সেই অ্যাপসের কোন গোলমাল হওয়াতে সেইখান থেকে অন্য ফোনে যাচ্ছিল না।

তাই সেটাও একটি প্রবলেম হয়ে গিয়েছিল। আর তার মাঝখানে সেই আমার বন্ধুটি যার নাম অভিরূপ, সে নাকি ফোন করে বলে যে সে ঘূর্ণিতে আসবে। আমিতো তাড়াহুড়ো বাঁধিয়ে দিয়েছিলাম। তারপর ও নাকি বলে যে ও ঘূর্ণিতে না। ও একদম আমরা যেখানে থাকি, তার উল্টো বাড়িটাই আসবে ।তাই আমাদের বেশি প্রবলেম করতে হলো না ।কারণ যার বাড়িতে সে যাবে ,সে আমাদের বাড়ি ভালোভাবেই জানে। আর সে আমার বাবাকেও চেনে।

যাইহোক তারপর সে আমাদের বাড়ি আসলো আমার সঙ্গে খেলল ।অনেক মজা করল। দিয়ে বিকেল বেলা আবার বাড়ি চলে গেল। যাইহোক এবার ছবি আঁকায় ফিরে আসি ।

লিংক

প্রত্যেক দিনের মতো আজকেও আমি ভিডিও করে নিয়েছি। এবার পর পর ধাপে ধাপে আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি। ছবিটা অনেক সহজ তাই আমার বেশি ধাপ ক্যাপচার করতে হয়নি।

প্রথম ধাপ

আমি প্রথমে ক্যারেক্টারটার মুখ আমি পেন্সিল দিয়ে এঁকে নিলাম।

20241105_211540.jpg

দ্বিতীয় ধাপ

এর সাথে আমি পুরো ক্যারেক্টারের বডি টা এঁকে নিচ্ছি।

20241105_211629.jpg

তৃতীয় ধাপ

পুরোটা আঁকা হয়ে গেলে কালো পেন দিয়ে আমি পুরো আঁকাটা আউটলাইন করে দিচ্ছি।

20241105_211716.jpg

চতুর্থ ধাপ

তারপর রং করছি। পেন্সিল রঙ দিয়ে পুরো ক্যারেক্টারটা রং করছি।

20241105_211815.jpg

ফাইনাল

আগের ছবিগুলো আমি এর আগে এঁকেছিলাম, এর সাথে এই ক্যারেক্টারটা যুক্ত হল।

20241106_204330.jpg

কোনদিন আমি আরো একটা স্কেচ নিয়ে আসবো।আজকে এখানেই শেষ করলাম।

Sort:  
 9 months ago 

আমার মনে হয় তুই অনেক ভালো ভালো ছবি আঁকতে পারিস, কিন্তু তুই মন দিয়ে কাজ করতে বসিস না বলে সেগুলো তুই তুলে ধরছিস না। আমি খুব খুশি হব যদি তুই তোর ক্রিয়েটিভিটি একটু কাজে লাগিয়ে এই প্লাটফর্মে সবার সাথে তোর ছবিগুলো শেয়ার করে নিস।।

আমি তোকে অনেক কঠিন ছবি আঁকতে দেখেছি। একটু মন দিয়ে কাজ করতে বস। তোর নিজেরও অনেক লাভ হবে। যত বেশি কঠিন কঠিন জিনিস প্র্যাকটিস করবি ,তত তাড়াতাড়ি হাত আরো পাকাপোক্ত হবে।

Loading...
 9 months ago 

আপনি খুবই সুন্দরভাবে কার্টুন চরিত্র একটা ছবি এঁকেছেন। ধাপে ধাপে শেয়ার করেছেন এবং আপনি সুন্দর ভাবে ভিডিও করে সকলকে দেখিয়েছেন। এক কথায় অসাধারণ। অনেক ধন্যবাদ বন্ধু।

 9 months ago 

এটা ঠিক যে আপনি আগে প্রায় প্রতিদিন ছবি আঁকতেন এবং নতুন নতুন ছবি আমাকে দেখতে পেতাম আর আপনার আঁকা ছবিগুলো অসম্ভব সুন্দর আশা করি আপনি সামনের দিনগুলোতে আরো ভালো ভালো ছবি আমাদের কাছে উপস্থাপনা করবেন এবং আপনার পোস্টে আমরা সেগুলো দেখতে পাবো।

এটা স্বাভাবিক যে পূজোর আনন্দ এবং ঘোরাঘুরি করার জন্য সময় দিতে পারছেন না ছবি আঁকায়। তবু যেগুলো আছে ছবি এখানে উল্লেখ করেছেন সেগুলো অনেক সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।