গ্রাম এর স্কেচ
আমার বড়দের সকলকে প্রণাম জানাই। এখন যেহেতু স্কুল ছুটি । তাই আমার পড়াশোনা খুব বেশি করা হচ্ছে না। আর ঘুরতে যাওয়া বেশি হচ্ছে। রোজ রোজ কোথাও না কোথাও আমার ঘোরা হয়ে যায়। তবে আজকে সকাল থেকে বৃষ্টি। তাই কোথাও বেরোতে পারিনি। শুধু বারোটার পর একটু আমাদের দোকানে গিয়েছিলাম।।
তারপর পিসেমশাই আমাকে বাড়ি নিয়ে আসলো।তারপর একটু কম্পিউটারে poki.com - এ গেম খেললাম। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই ডটকম টা আবার কি, এইটা হল একটা এমন ডট কম। যেটাতে অনেক গেম পাওয়া যায় ।যেহেতু আমার দিদি বা আমার বাবা যখনই কম্পিউটার খোলে কাজের জন্য, তখন যদি গেম ডাউনলোড করা দেখে ,তাহলে আমাকে খুব বকুনি দেয় ।তাই জন্য আমি একটা বুদ্ধি বার করে খুব ঘাঁটাঘাটি করে এই ডটকম টা বার করেছিলাম ।
এইখানে প্রায় হাজার হাজার গেম আছে। আর এখানে ক্যাটাগরিও আছে। যেমন স্পোর্টস ক্যাটাগরি, তারপর ড্রাইভিং, তারপর শুটিং ক্যাটাগরি ,এই শুটিং ক্যাটাগরিতে বন্দুকের গেম থাকে।ড্রাইভিং ক্যাটাগরিতে গাড়ি গেম থাকে। আর স্পোর্টস ক্যাটাগরিতে খেলাধুলার গেম থাকে। আরও অনেক ক্যাটাগরি এরকম আছে ।
লিংক
দুজন মিলেও খেলার গেম আছে। আর আমি মাঝে মাঝে যখনই একটু সময় পাই আর যখন আমার কোন কাজ করতে ভালো লাগে না ,তখন আমি কম্পিউটার খুলে এই ডটকমে ঢুকে যাই ।যেহেতু আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি, তাই আমার সমস্যা হতো সার্চ করে ঢুকতে ,তাই আমি ওর জন্য একটি শর্টকাট তৈরি করে ডেক্সটপে রেখে দিয়েছিলাম। যাতে একটা ক্লিকেই সোজা গুগল খুলে ওই ডটকম টা বেরিয়ে যায় ।
ওখানে আমি তখন খেলছিলাম গ্লোবাল বলে একটা গেম। তেমন ড্রাইভিং এর মধ্যে আমার পার্কিং বলে গেমটা খুব ভালো লাগে। যাইহোক এবার ছবি আঁকায় আসি।আমি আজকে গ্রামের স্কেচ করেছি। সাথে প্রতিদিনের মত ভিডিও করেছি।
প্রথম ধাপ
প্রথমেই আমি পাশের ঘর এবং তালগাছগুলো এঁকে নিচ্ছি এখানে আমি হাইটেক পেন এবং ফেয়ার কোম্পানির জেল পেন ইউজ করেছি।
দ্বিতীয় ধাপ
দ্বিতীয় ধাপে আমি বড় গাছটা একে নিচ্ছি তারপর একটু ডিটেইলিং দিয়ে নিচ্ছি।
তৃতীয় ধাপ
তারপর আমি নিচের ঘাস গুলো একে নিচ্ছি। আরেকটু ডার্ক ভাবটা স্কেচ থ্রু বোঝানোর চেষ্টা করছি।
চতুর্থ ধাপ
এবার আমি দ্বিতীয় গাছটা একে নিচ্ছি। আর একটু ডিটেইলিং দিয়ে নিচ্ছি ।
পঞ্চম ধাপ
এবার আমি আরেকটি খেজুর গাছ আঁকছি, যেটি ঠিক বাড়িটার পাশে আর ছোট বাড়িটা এঁকে নিচ্ছি।
ষষ্ঠ ধাপ
পাশে আমি একটু শেড দিয়ে নিচ্ছি । আর বড় বাড়িটা এঁকে নিচ্ছি।
সপ্তম ধাপ
এবার আমি ফাইনাল বড় খেজুর গাছ আঁকছি ।এখানে মোট তিনটে খেজুর গাছ।
অষ্টম ধাপ
এবার আমি পাশের জমি , একটু আলোছায়া বোঝাতে অন্ধকার আর উঁচু-নিচু কোথা থেকে একটু সেড দিয়ে নিচ্ছি।
ফাইনাল
এতকিছু করার পর একটি স্কেচ দৃশ্য তৈরি হয়ে গেল।
পুরো স্কেচ ব্ল্যাক কালির পেন দিয়ে আঁকতে, আমার খুব ভালো লেগেছে। আমরা শীতকালে খেজুরের রস খেতে এরকমই গ্রামের মধ্যে যাই। প্রতিবছর এরকম গ্রামের মধ্যে গিয়ে আমরা খেজুরের বাগানে ঢুকে খেজুর রস খাই। ছবিটা আঁকতে আঁকতে আমার এটাই মনে পড়ছিল।
গেম খেলতে ভালো বাসো এটা তো আমি ভালো করেই জানি। একের পর এক ছবি আমাদের মাঝে তুলে ধরছো। সত্যিই ছবি আঁকা গুলো সুন্দর হচ্ছে। এইভাবে প্রত্যেকদিন ছবি আঁকলে ছবি আঁকা আরো সুন্দর হবে।
Pen drawing
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ