পালতোলা নৌকা
বড়দের সকলকে প্রণাম জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা জল রং শেয়ার করছি। আমি অনেকদিন ধরেই ভাবছি জল রং করব। কিন্তু জল রং করতে অনেক সময় লাগে তাই জন্য আমি কিছুতেই জল রং করতে পারছিলাম না। কারন আমি সময় পাচ্ছিলাম না। গতকালকেও ভাবলাম জল রং করব কিন্তু বাড়িতে অনেক লোকজন আসায় সেটা করা হয়নি।
আমি আজকে তাই আমার সন্ধ্যেবেলায় দিদিমণি পড়ানো হয়ে যাবার পর জল রং করতে বসেছিলাম। অনেক রাত হয়ে গেল তাও আমাকে করতে হলো। এবার ঘটনা হলো আমি কিছুতেই মন বসাতে পারছিলাম না ছবি আঁকাতে। আমার জল রং করতে আজকে একদম ভালো লাগছিল না। কিন্তু কি ছবি আঁকবো তাও বুঝতে পারছিলাম না। সকালবেলায় আমি বাবার সাথে বাবার কারখানায় গিয়েছিলাম। এ কারণে আমি বাড়িতে থাকতে পারিনি। তাই আমাকে রাতের বেলাতেই ছবি আঁকতে হলো।
প্রথমে ভাবলাম একটা গাড়ি আঁকবো। কিন্তু পর পর অনেকদিন গাড়ির পোস্ট করেছি তাই আর গাড়ি আঁকলাম না। জল রং করতে বেশ সময় লাগে। একটা কোট রং করার পরে আবার কিছুক্ষণ শুকিয়ে যাবার পর রং করতে হয়। আমি তাড়াহুড়ো করে আঁকছিলাম তাই শুকানোর সময় দিতে পারিনি। তাই মন মতো ছবিটা হয়নি। তাও কিছু করার নেই পোস্ট করলাম।
লিংক
প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা ভিডিও রেডি করেছি এবং সেটা আমার ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করেছি। সেই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে পুরো ছবিটা এঁকেছি। আমার ইচ্ছা আছে পরের দিন অনেক সুন্দর করে জল রং করে পোস্ট করার। আজকে আমার ভুল ভ্রান্তি গুলো মাফ করে দেবেন। আমি প্রথমেই ক্ষমা চাইছি। আমি একদম সন্তুষ্ট হতে পারিনি, নিজের আঁকা ছবি দেখে। যাইহোক এখন পর পর ধাপে ধাপে শেয়ার করছি।
প্রথম ধাপ
প্রথমেই নৌকার ছবিটা এঁকে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। নৌকাটা পাল তুলে রয়েছে। তাই পালতোলা নৌকা আঁকার জন্য পাল্ আগে একে নিচ্ছি।
দ্বিতীয় ধাপ
এবার আমি নৌকার বডিটা আঁকছি যেটাকে পাঠাতন বলে। পাটাতনের ভেতরের কাঠগুলো এঁকে নিলাম।
তৃতীয় ধাপ
নৌকার পাশে দাঁড়িয়ে থাকা অর্থাৎ নৌকার যিনি মাঝি, তাকে আমি একে নিচ্ছি ছোট করে।
চতুর্থ ধাপ
চতুর্থ ধাপ থেকে আমি রং করা শুরু করলাম। প্রথমেই আকাশের রং আকাশই রং দিয়ে করছি। এবং জলরঙের জল বেশি ব্যবহার করছি।
পঞ্চম ধাপ
এই ধাপে আমি নৌকার পাটাতন এবং পাল দুটোকেই রং করে নিয়েছি। ব্রাউন আর আকাশি রং ব্যবহার করেছি। সাথে কিছুটা ডিপ ব্রাউন ব্যবহার করেছি। রং হালকা এবং গাঢ় করার জন্য জল এর ব্যবহার ঠিক রেখেছি।
ষষ্ঠ ধাপ
এই জায়গায় এসে আমি দূরের গাছগুলোকে রং করে নিলাম। ডিপ সবুজ এবং কচি কলাপাতা রং ব্যবহার করেছি।
ফাইনাল
এভাবেই একটা সুন্দর গ্রামের দৃশ্য তৈরি হয়ে গেছে।
একটা মাঝি নৌকা চালাচ্ছে। তাও আবার সেটা পালতোলা নৌকা। এরকম কোন নৌকাই আমি কখনো উঠিনি। একবার আমার মনে আছে নৌকাতে উঠেছিলাম কিন্তু সেটা পাল তোলা ছিল না। তবে আগে আমার খুব ভয় লাগত নৌকোতে উঠলে। এখন যেহেতু আমি সাঁতার জানি তাই আমার ভয় লাগে না। আমার এখন অনেকদিন হয়ে যাচ্ছে আমি নদীতে সাঁতার কাটতে যেতে পারি না। বর্ষাকাল বলে মা নদীতে পাঠায়ও না। কিন্তু আমার সাঁতার শিখতে যেতে খুব ভালো লাগতো। ছবিটা আঁকতে আঁকতে বারবার সাঁতার শেখার কথা মনে পড়ছিল।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
সত্যি অসাধারণ তোমার দক্ষতা। পালতোলা নৌকার সৌন্দর্য্যটা খুব সুন্দরভাবে তুলে ধরেছো। আমার স্পষ্ট মনে আছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাৃ তখন পাঠ্যবইয়ে এমন পালতোলা নৌকার ছবি ছিলো। সবুজের ফসল তার পাশ দিয়ে ছুটে চলেছে নৌকা তার আপন গন্তব্যে। সত্যি অসাধারণ হয়েছে।
Hi, @jisnu.ishan
আপনার কাজগুলো অসাধারণ! আমি আপনার মূর্তিগুলো এক এক করে দেখতে চাই, টেবিলের মধ্যে না। এভাবে দেখলে আরো ভালো লাগবে। তুমি কি এভাবে শেয়ার করতে পারবে? আর Art & Artist কমিউনিটিতে যোগ দিতে পারো।
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
@tipu curate
Upvoted 👌 (Mana: 2/7) Get profit votes with @tipU :)
খুব সুন্দর হয়েছে জিষ্ণু।