My Halloween 24 || Halloween special drawing by me

in Incredible India10 months ago

আমার বড়দের সকলকে প্রণাম জানাই। আজকে আমি প্রথমবার এই প্লাটফর্মে কোন একটা কনটেস্টে অংশগ্রহণ করতে চলেছি। আমার দিদি যখন আমাকে জানালো যে একটা ভুতুড়ে কনসেপ্ট আছে। আমি তখনই খুব এক্সাইটেড হয়ে গেলাম। কারন আমার ভুতুড়ে ব্যাপারটা খুব ভালো লাগে।

আমি শুনেছি বিদেশে হ্যালোইন পালিত হয় । কিন্তু হ্যালোইন কি তা আমি জানিনা। আমার এই বিষয়ে খুব জানার আগ্রহ আছে। যদি আমি বাইরের দেশে থাকতাম, তাহলে আমিও বাকি সকলের সাথে এই হ্যালোইন দিনটি সেলিব্রেট করতে পারতাম। হয়তো আমি ভূত সাজতাম। যেমন করে মাঝেমধ্যেই আমি সাদা চাদর মাথায় মুড়ি দিয়ে ভূত সাজি। হ্যালোইন কিতা না জানতে পারলেও, হ্যালোইন উপলক্ষে এই কনটেস্ট আয়োজন করা হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। তাই আমি ভাবলাম যে এমন কিছু একটা ছবি আঁকব যেটা ভূত জাতীয় হবে। এরকম একটা ভুতুড়ে দিন যদি আমাদের দেশেও সেলিব্রেট করা হতো, তাহলে আমি তো সবাইকে ভয় দেখিয়ে বেড়াতাম। আর সব থেকে বেশি আমার বাবা আর দিদি হয়তো ভয় পেত।

20241026_144552.jpg

আমি আজকে আঁকতে চলেছি pennywise কে। এই ক্যারেক্টারটা একটা ক্রিমিনাল ক্যারেক্ট। সাথে একটা ভূত। এ যদি সামনে বাচ্চা পায় তাকে কিডন্যাপ করে আর ,তার কোন সিক্রেট জায়গাই পুরো হাত-পা সব খেয়ে নেয়। এই সিনেমাটা ২০০১ এ শুরু হয়েছিল ।এর অনেক ভার্সন আছে। আমি যেটা এঁকেছি সেটা হলো নতুন ভার্সনটা। আমি যদিও এই সিনেমাটা দেখিনি ।কিন্তু এর সম্পর্কে কিছুটা জানি ।কারণ আমি এর শর্ট ভিডিও গুলো দেখেছি। সেইখান থেকেই আমার এই ছবি আকার ইচ্ছা জাগলো।

লিংক

আমি ছবিটি আঁকার সময় ভিডিও করেছি, এবং ভিডিওটি আমার চ্যানেলের মাধ্যমে ইউটিউবে পোস্ট করেছি। এবার আমি পরপর ধাপে ধাপে ছবির মাধ্যমে আমার আঁকার প্রসেস গুলো দেখাবো।

প্রথম ধাপ

প্রথমেই আমি মুখের আউটলাইনটা আঁকা শুরু করলাম। সাথে চোখ এবং দাঁতের জায়গাগুলো একে নিলাম।

20241026_171243.jpg

দ্বিতীয় ধাপ

দাঁতের জায়গা গুলো আরও ডিটেইলিং করলাম।

20241026_171318.jpg

তৃতীয় ধাপ

পেন্সিল দিয়ে সমস্ত কিছু আঁকা হয়ে যাওয়ার পর জামা এবং চুলের জায়গাটা একে নিলাম।

20241026_171344.jpg

চতুর্থ ধাপ

প্রথমেই চোখটা রং করে নিচ্ছি। হলুদ রঙের ব্রাশ পেন ব্যবহার করে, সাথে কমলা রঙের স্কেচ পেন ব্যবহার করেছি।

20241026_171448.jpg

পঞ্চম ধাপ

কালো কালির পেনের সাহায্যে ভ্রু জায়গা করে নিচ্ছি।

20241026_171517.jpg

ষষ্ঠ ধাপ

দাঁতের জায়গা গুলো পেন্সিল এবং কালো কালি দিয়ে করে নেওয়ার পর ,মুখ দিয়ে রক্ত পড়ছে সেটা দেখাতে লাল রং ব্যবহার করেছি।

20241026_171548.jpg

সপ্তম ধাপ

এই ধাপে চুলের রংটা বাদামি স্কেচপেন দিয়ে করে নিচ্ছি।

20241026_171644.jpg

ফাইনাল

20241026_144613.jpg

এভাবেই একটা ভয়ানক ক্যারেক্টার তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার হ্যালোইন এর টপিক মাথায় আসতেই এই ক্যারেক্টারটির কথা মনে হয়েছে বলে, এটাকেই এঁকেছি।

Sort:  
 10 months ago 

Hi @jisnu.ishan, that was a good luck that I just looked into the tag and found this drawing. I actually immediately recognised clown but first I thought that it might be a Joker, that is also very popular character that kids like to get face painted for Halloween.

I think if you were to live in Western country, you definitely would love Halloween, not only due to costumes and so but the kids have fun when they dress into scary costumes and go door to door, ring the bell and try to scare the people living there, of course adults know about that and always have some sweets. That is why after such a trip kids come home with a bag full of different sweets, it is a lot of fun I believe for both kids and adults, but more for families :)

Thank you for your drawing and video that is interesting to see and watch how you created the image. Well done!

 10 months ago 

Joker right I have watch the movie and I love that character, he is funny but the magic scares a lot

 10 months ago 

Thank you very much for explaining how Halloween is celebrated in western countries. I also like to scare a lot. As a child, I could hide wherever , and scare my sister.and I really enjoy a lot seeing her scared face. 🤭🤭

I am very glad to know that you liked my post. Thank you so much for your comment.

Loading...
 10 months ago 

Que talento este dibujo mete miedo jaaa halloween a pesar que puede ser divertido tiene su lado oscuro 😬

Saludos

TEAM 7

Congratulations!

You are 1st Place winner of "My Halloween24" contest


postbanner.JPG

Curated by : @stef1