Better Life with Steem||The Diary Game|| 31 th August 2025

in Incredible Indialast month

আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবার আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি আমি আশা করছি আপনাদের ভালো লাগবে।

শুভ সকাল, প্রতিদিনের মতো আজকের সকালটা ও বেশ ভালো ছিলো, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে অন্য দিনের মতো সংসারের অনেক কাজ করেছি, থালা বাটি পরিষ্কার করা ঘর ঝাড়ু দেওয়া সকালের নাস্তা তৈরি করা। সকাল বেলা অনেক কিছু রান্না করতে গেলে খুব বিরক্ত লাগে আমার,যেহেতু শাশুড়ি আম্মাকে নিয়ে খুব একটা প্যারা নেই তাই, তাকে চা ও বিস্কুট দিলাম আর আমি এবং হাজব্যান্ড নুডুলস দিয়ে সকালের নাস্তা টা করেছি।

এরপর শাশুড়ি আম্মার সাথে গিয়েছিলাম পাই কড়ি দেখার জন্য। এগুলো আমাদের জমিতে হয়েছে, আলহামদুলিল্লাহ এবার অনেক পাট কড়ি হয়েছে আমাদের সারা বছরের জ্বালানি হিসেবে হয়ে যাবে সেই সাথে বিক্রিও করা যাবে। তার সাথে গিয়ে দেখে আসলাম এবং আমাদের বাসায় এসে যে খালাম্মা কাজ করে তাকে বলে আসলাম একটা ভ্যান গাড়িতে করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।

এরপরে বাড়িতে চলে আসি।দুপুরে রান্নার জন্য শাশুড়ি আম্মাকে সবজি কেটে সবকিছু গুছিয়ে দিলাম। সে দুপুর বেলা রান্নাটা করে নিলো,আমি অন্য দিকে বাবুকে গোসল করিয়ে,উঠান বাড়ি ঝাড়ু দিয়ে নিজেও গোসল করে নিলাম।

এরপরে দুপুর বেলা সবাই মিলে দুপুরে খাবার খেলাম, আজ দুপুরে রান্না করা হয়েছিলো পোলাও রোস্ট এবং চিংড়ি মাছ ভুনা, রোস্ট আমি ভীষণ পছন্দ করি তাই বলা যায় আজকে দুপুরের খাবার টা ভীষণ ভালো হয়েছিলো।খাওয়া-দাওয়া শেষ করে খানিক টা সময় বিশ্রাম নিয়েছিলাম।

এরপরে উঠে হাজবেন্ড এবং আমি দুই জনের রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য হালকা কেনাকাটা করব। সেই সাথে বাবুকে ডাক্তার দেখাবো, বর্তমানে বাংলাদেশের প্রতিটা পরিবার একটা কমন রোগ দেখা যাচ্ছে সেটা হলো স্ক্যাবিস, বাবুর গায়ে দুই দিন ধরে ছোট ছোট লাল লাল দেখতেছি।সে সাথে আমারও সমস্যা টা হচ্ছে তাই সমস্যা বড় হওয়ার আগে ডাক্তারের কাছে আসলাম।

ডাক্তারের কথা আর কি বলবো ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছি, তাও যে এমন তারা মনে হয় যেন ফ্রী দেখাচ্ছি।আমার মনে হয় কোন রোগীকে এই সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি দেখে না। মানে এদের মাথায় থাকে শুধু টাকা কামানোর ধান্দা একটা রোগীকে সে কতটুকু দেখলো তা মাথায় থাকেনা।


যাইহোক ছেলেকে দেখিয়ে ওষুধ কিনে সেই সাথে আরো কিছু কেনাকাটা করলাম, একটা সংসারে কেনার কোন শেষ নেই, তবুও যেটা না কিনলেই হয় না, দুজনে মিলে আবার বাড়ি ফিরলাম কিছুটা রাস্তা হেঁটে এসেছিলাম তার সাথে খুব হাঁটতে ইচ্ছা করছিলো তাই হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরলাম।

সব মিলিয়ে বলা যায়,সারাদিনের তুলনায় আজকের বিকাল টা অসম্ভব ভালো কেটেছিলো আমার,কথায় আছে না আনন্দের দিনগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় , ভাবছিলাম যদি এমন প্রতিটা দিন পার করা যেতো তবে তা আর হবে কই।

দেখতে দেখতে ছুটি শেষ আগামীকাল সে আবার ফিরে যাবে তার গন্তব্য স্থানে, ভাবতেই যান খুব খারাপ লাগে,,,। কিন্তু কিছু করার নেই আগে থেকে আমি অনেক শক্ত হয়ে গিয়েছি,, খারাপ লাগবে মন খারাপ হবে তবে এখন একা থাকতেও শিখে গিয়েছি তারা নিজেরই নাম জীবন।

যাই হোক আজকে আমি আমার পোস্ট এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আমি আগামী দিন আপনাদের মাঝে অবশ্যই উপস্থিত হবো।

Sort:  
Loading...