You are viewing a single comment's thread from:

RE: Incredible India year-ending tournament-2023

in Incredible India2 years ago

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ম্যাম।
আমি দীর্ঘ ছয় থেকে সাত মাস যাবত এই কামিনিটিতে কাজ করে আসছি। আর সেই থেকে দেখে আসছি আপনার সততা এবং পরিশ্রম দিয়ে কিভাবে , এই প্লাটফর্মের সাথে রয়েছেন এবং প্রতিটি ইউজার ভালো কিছু করুক সেই চিন্তা করেছেন। প্রতিটা টিউটোরিয়াল ক্লাস এবং হ্যাংআউটের মানুষকে সৎ পরামর্শ এবং সঠিক পথ নির্দেশনা দিয়ে এসেছেন।

তাছাড়া আপনার এই উদ্দ্যোগ টা দেখে, সত্যি অসম্ভব ভালো লাগছে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করব নিজেকে কাজের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং ভালো কিছু করার,ও নিজের মেধা কে আরো বিকাশিত করার। আমি খুবই উত্তেজিত হয়েছি আপনার এই আইডিয়াটা দেখে অসাধারণ, বেশ ভালো লেগেছে পোষ্টটি পড়ে ,আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।