Some moments of me going to the market and shopping.
প্রথমেই আমি সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন। আজ আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরে একটি পোস্ট নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক।
আজ বাজার একটু কাজ ছিলো,সেই সাথে কিছু সবজি কেনা প্রয়োজন। তাই শাশুড়ি আম্মাকে নিয়ে রেডি হয়ে গিয়েছে বাজারে যাওয়ার জন্য,সকাল বেলা রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে বাজারে যাওয়ার জন্য দুই জনে এই রেডি হয়েছি। যেহেতু বাসার সাথেই রাস্তা তাই রেডি হয়ে রাস্তায় এসে একটু দাঁড়িয়েছি।
আগে থেকে অটোওয়ালা কে ফোন দিয়ে রেখেছিলাম, উনি আমাদের ঠিক করা একজন ড্রাইভার যেখানে যাই আমরা তাকে নিয়ে যাই বলা যায়।কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এর মধ্যেই সে চলে আসলো এরপরে আমরা চলে গেলাম বাজারে। বাসা থেকে বাজার কাছেই তবে আজকে গিয়েছিলাম অন্য একটা বাজারে ২০ টাকার মতো ভাড়া।
এরপরে বাজারে গিয়ে প্রথমে দেখা হলো আমার ছোট ফুপা শাশুড়ি হাসবেন্ডের সাথে, এই বাজারের পাশেই তাকে বিয়ে দেয়া হয়েছে ।এরপরে বেশ কিছু সময় তার সাথে কথাবার্তা হলো,আমার ফুফা শ্বশুর বারবার বলছিলো বৌমা কিছু একটা খাওয়ার জন্য,এরপরে আমি একটা কোন আইসক্রিম নিয়েছিলাম, আর আমার শাশুড়ি আম্মা নিয়ে ছিলো একটা মিষ্টি পান তার তো পান হলেই হয় পান হলে আর কিছুই লাগেনা।
এরপরে তাকে নিয়ে একটা কাপড়ের দোকানে গিয়েছিলাম শাশুড়ি আম্মার পছন্দ মত আমি তিন টা থ্রি-পিস কিনি এবং তাকেও কিনে দিয়েছি কাপুড় জামা কাপড় কেনাকাটার পরে একটা মুদি দোকানে গিয়েছিলাম সেখানে গিয়ে চা পাতা এবং ডিম কিনি।
এরপরে গিয়েছিলাম একটা সবজির দোকানে বর্তমানে বাজারে হাতে গোনা কয়েক টা সবজি পাওয়া যায় , টানাবৃষ্টি কারণে অনেক সবজি নষ্ট হয়েছে চাষীদের বাজারে গেলে কলা, কচু, কচুর লতি কচুমুখি , এসবই বেশি চোখে পড়ে আর তাছাড়া সবজির দামও কম না,,,।
এরপরে ৩ কেজি আলু, করল্লা, কুসি, পটল,শসা, কচু মুখি, এসব কিনি একবারে বেশ কিছু সবজি কিনলাম কারণ, প্রতিদিনে বাজারে আসা যায় না। ফ্রিজের সংরক্ষণ করে বেশ কিছুদিন খাওয়া যাবে। সত্যি কথা বলতে আমার বাজার করতে এবং বাজারে আসতে বেশ বিরক্ত লাগে ।কিন্তুু কি আর করার পরিস্থিতির শিকার না এসে উপায় নেই। মাঝে মধ্যে যখন কষ্ট হয়ে যায়, তখন চিন্তা করি যদি এমন হতো আমার হাজব্যান্ড বাজার করে আনছে, আর আমি বাসায় বসে রান্না করতেছি ব্যাপার টা অনেক ভালো হতো। কিন্তু সে ঘুরে বালি
যাইহোক,সবজি দোকানে কেনাকাটা শেষ করে এখান থেকে বেরিয়ে পড়ি।এরপর একটা ফ্লেক্সিলোডের দোকানে এসে আমার ফোনে কিছু টাকা রিচার্জ করি। ফোনে টাকা রিচার্জ করা হয় না অনেক দিন হলো সব সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়, আমার সাথে কথা বলার জন্য তাইতো বাজারে যখন এসেছে কিছু টাকা রিচার্জ করলাম।
এরপরে আবার আমরা সেই ড্রাইভার কাকা কে কল করলাম, সে এসে আমাদের বাজার থেকে নিয়ে গেল এরপরে আমরা বাসায় চলে আসি। তো সবশেষে বলা যায় আমাদের এই হালকা কেনাকাটা বেশ ভালো ছিলো এবং সুন্দর ভাবে সবকিছু কিনতে পেরেছি । তাতেই আলহামদুলিল্লাহ।
আমরা বাজারে গেলে চোখে যেটা দেখি সেটাই কিনতে মনে চায় বিশেষ করে আমার বেলা তো এমনই হয় কিন্তু বাসায় এসে যখন দেখি মানিব্যাগ ফাঁকা তখন মনটা কিন্তু একটুখানি খারাপ হয়ে যায়। তবে, আমার হাজবেন্ড একটা কথা বলে টাকা ইনকামি তো করতেছি খরচ করার জন্য এটা নাকি ধরে রাখা জিনিস না। আর খরচ করলেই তো ইনকাম করা হবে, তাই তার কথাটা আজ আবার মনে করলাম।
যাইহোক, সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Congratulations! This post has been voted through steemcurator08. We support quality posts, good comments anywhere and any tags.
Thank you