You are viewing a single comment's thread from:

RE: ট্রেনে বাড়ী ফেরা।(Returning home by train.)..

in Incredible India9 days ago

অনেক সুন্দর একটা গল্প মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছিলাম।
এটা স্বপ্নের মতনই বলা যায় আমরা স্বপ্নের মাঝে কত জায়গা ঘুরতে যাই অনেক বন্ধু তৈরি করি সুন্দর সম্পর্ক গড়ে ওঠার পরে আবার সে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেমনটা আপনার গল্প পড়ে মনে হল।।
ট্রেনে বাড়ি ফেরার পথে একটা বন্ধুত্ব গড়ে তুলছিলেন ঘন্টা ৫ এর জন্য আবার নিজেদের গন্তব্যে ফিরতে সেই বন্ধুকে বিদায় জানাতে হয়েছে।

খুবই ভালো লেগেছে তার পাশাপাশি আমার ইচ্ছাটাও আবার খানিকটা বেড়ে গিয়েছে। অনেক দিনের ইচ্ছা আছে ট্রেন ভ্রমণ করার জন্মের পরে মনে হয় একবার কোথাও গিয়েছিলাম আর ট্রেনে ওঠা হয়নি খুব ইচ্ছা আছে কোথাও ঘুরতে যাওয়ার কিন্তু যাব ওটা কোথায়।।

কারণ ট্রেনে ঘুরতে যাওয়ার মত কোন আত্মীয়র বাড়ি বর্তমানে নেই।।। দেখা যাক ভবিষ্যতে সৃষ্টিকর্তা যাওয়ার ব্যবস্থা করে দেয় কিনা।।

Sort:  
 9 days ago 

আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্যের জন্য।

আমাদের বাসায় চলে আসেন ট্রেন ভ্রমণ করে। আসার নেমন্তন্ন রইল।🥰🙏🙏

TEAM 07
Congratulations!!!
Your post has been supported. We support quality posts good comments anywhere and any tags.
Curated By : @wirngo