You are viewing a single comment's thread from:

RE: Steem engagement challenge-S10/W1| I do believe in God and Evil power exists.

in Incredible India2 years ago

মনে মনে এটা ভাবছিলাম, আসলে দিদি এখনো পর্যন্ত কেন এই স্টিম এংগেজমেন্ট চ্যালেঞ্জ এ পার্টিসিপেট করলো না। যাইহোক অবশেষে আপনাকে সপ্তাহের শেষে এসে দেখতে পেয়ে, আসলেই ভালো লাগলো। এবং অবশ্যই এটা আমাদের একটা দায়িত্ব ও কর্তব্য। যেহেতু আমাদের কমিউনিটিতে এই এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলছে। তাই আমাদের সবার একটা দায়িত্ব রয়েছে।

অনেক সুন্দর করে আপনি পুরো বিষয়বস্তু আমাদের মাঝে উপস্থাপন করলেন, খুবই ভালো লাগলো আপনার পুরো লেখাটি পড়ে। যেভাবে আপনি আপনার কথাগুলো শেয়ার করেছেন সেটা আসলেই প্রশংসনীয়।

এটা একেবারে সত্য যে আমরা সেই উপরওয়ালাকে একমাত্র বিশ্বাস করি। আমাদের সুখে দুঃখে সব সময় আমরা তাকে স্মরণ করি। আমাদের সামনে যতই বাধা আসুক না কেন, শত কষ্টের মধ্যেও আমরা তাকেই স্মরণ করি।

এমন সময় এমন পরিস্থিতি আমাদের সামনে চলে আসে, যে সময়টা আমাদের আসলে সেই উপরওয়ালার খুবই প্রয়োজন পড়ে।

এবং এটি একেবারেই সঠিক কথা বলেছেন ভালো মন্দ দিয়েই তো আমাদের এই জীবন যাত্রা। আর ভালো দিকগুলো সবসময় সেই উপরওয়ালা সাহায্য করে থাকে, যে ব্যক্তি ভালো কাজ করে তার সাথে সে উপরওয়ালা সব সময় বিরাজমান থাকে।

কিছু কিছু সময় অবশ্যই আমাদের সেই উপরওয়ালা পরীক্ষা নেন। আপনি এটা একেবারে সঠিক বলেছেন আমাদের পরীক্ষা করার জন্য সেই উপরওয়ালা অনেক কঠিন পরিস্থিতি আমাদের সামনে রেখে দেয়। যে পরিস্থিতি থেকে বেরোনোর অন্য কোন উপায় থাকে না। তখনই কিন্তু আমরা সেই উপরওয়ালাকেই স্মরণ করি, আর স্মরণ করার সাথে সাথেই আমরা সেই কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে থেকে মুক্তি পাই।

আর আমি এটা পড়ে একেবারেই হতবাক হলাম, আপনার জীবনে এমন কোন সুপারন্যাচারাল ঘটনা ঘটেনি, এটা শুনতে যেন কেমন একটা লাগে। তারপরও আপনার জীবন হয়তো আপনার সামনে এমন কোন পরিস্থিতি কখনো আসেনি, আর দোয়া করি যেন কখনো নাও আসে।

অনেক ভালো লাগলো দিদি আপনার পোস্টটি পড়ে ভাল থাকবেন সুস্থ থাকবেন।