RE: Steem engagement challenge-S10/W1| I do believe in God and Evil power exists.
মুসলমান ঘরে জন্ম যখন তখন অবশ্যই সে আল্লাহ তায়ালাকে ছাড়া আমরা কাকে বিশ্বাস করবো। যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের জন্য এই সুন্দর পৃথিবী তৈরি করেছে। যার কথার বাহিরে কোন শক্তিই অতুলনহীন।
তিনি চাইলে সবকিছুই করতে পারেন, আর বিশ্বাস আছে বলেই সেই আল্লাহ তালাকে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, না দেখেও।
আরে এটা সত্যিই আশ্চর্যজনক ঘটনা যে আপনি আপনার বয়সে এ পর্যন্ত এখনো ওই ধরনের কোন সুপারন্যাচারাল পাওয়ার বা অশুভ শক্তির সাথে পরিচিত হননি। তবে এটা আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগই দেখা যায়, অনেক অশুভ শক্তির ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়।
যাইহোক এটা যার যার নিজ নিজ বিশ্বাস, যদি বিশ্বাস করে শুভশক্তি অশুভ শক্তি দুটোই আছে সেটা তার অনুভূতি।
তবে এটা তো অবশ্যই আমাদের আল কোরআনের রয়েছে ভালো-মন্দ দুটো মিলেই আমাদের এই সংসার আমাদের এই পৃথিবী। অবশ্যই আল কুরআনে উল্লেখিত আছে জ্বীনের অস্তিত্ব রয়েছে।
যাই হোক ভাই ভালো লাগলো আপনার সুন্দর এই মতামত শেয়ার করার জন্য, এবং এই এনগেজমেন্ট চ্যালেঞ্জ এ পার্টিসিপেট করার জন্য, অনেক অনেক শুভকামনা।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।