RE: Better Life with Steem || The Diary Game || July 05, 2025
আপনার দিনলিপি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। একেবারে নিজের জীবনের একদিনের ছোট ছোট মুহূর্তগুলো আপনি যেভাবে পরম যত্নে বর্ণনা করেছেন, তাতে মনে হলো যেন পাশে বসে আপনার দিনটা দেখছি।
সকালের চা আর খবরের কাগজ দিয়ে দিনের শুরু — একদম শান্ত একটা মুহূর্তের অনুভব দিল। রুপোর আংটি না ফিট করাটা যদিও একটু দুঃখের, তবে আপনার ধৈর্য প্রশংসনীয়।
দুপুরের নিরামিষ থালির বর্ণনা শুনেই জিভে জল চলে এলো — এঁচোড়ের তরকারি আর কাঁচা আমের চাটনি, আহা! আর পাকা ল্যাংড়া আম তো যেন গ্রীষ্মকালের রাজা! 😍
সন্ধ্যার হালকা হাঁটাহাঁটি আর রাতের ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখা — সব মিলিয়ে এক নিঃশব্দ, স্নিগ্ধ দিনের প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে। চম্পারন মিট রান্নার পরিকল্পনা শুনে ভালো লাগলো, আশা করছি শিগগিরই আপনি সেটা করে আমাদের সাথেও অভিজ্ঞতা ভাগ করে নেবেন।
এইরকম আন্তরিক ও ঘরোয়া মুহূর্তগুলো সত্যিই পাঠককে ছুঁয়ে যায়। দারুণ একটি দিনলিপির জন্য ধন্যবাদ, দাদা। ভবিষ্যতেও এরকম আরও শেয়ার করবেন বলে আশা করি। আপনাদের পরিবারের জন্য অনেক শুভকামনা
Your comment has been supported by the TEAM FORESIGHT. We support quality posts, good comments anywhere, and any tags
ধন্যবাদ আমার একদিনের দিনলিপি মন দিয়ে পড়ে কমেন্ট করার জন্য। ভালো থাকবেন সব সময়।