Better Life With Steem ||The Diry Game ||03 October
"বাড়ির ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি'' |
---|
Hello,
Everyone,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন এবং আপনার দিনটি ভালই কেটেছে।
কদিন যাবত আমার দিনগুলো ভালো যাচ্ছে না। আমরা নারীদের জীবনে অবসর বলতে কিছু নেই। ইদানিং নিজেকে শারীরিক ও মানসিকভাবে বড় বেশি ক্লান্ত অনুভব করছি। ভালো লাগছে না বা ভাল লাগেনা। ভালো না লাগার এই কথাগুলো কারো সাথে বলতে পারছি না।
অন্যদিকে আরেকটি বিষয় ভেবে ভেবে হতাশ হয়ে যাচ্ছে। বিষয়টা হল, বর্তমান সময়ের মানুষগুলো বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে। নিজের স্বার্থ হাসিল করার জন্য প্রতিনিয়ত অবলীলায় মিথ্যে বলে যাচ্ছে। দিন দিন মানুষের প্রতি মানুষের সহানুভূতি কমে যাচ্ছে। পৃথিবীর মানুষগুলো বড় বেশি কঠিন হয়ে যাচ্ছে। এসবের ভিড়ে মাঝে মাঝে মনে হয় যেন নিশ্বাসটা বন্ধ হয়ে আসছে।। এই স্বার্থ মিথ্যের গণ্ডি থেকে যদি বেরিয়ে আসতে পারতাম তবে শান্তি পেতাম। কিন্তু সত্যি বলতে কি! এই গণ্ডি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তাই শান্তি ও পাবো না। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মাটিতে বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত সত্য মিথ্যা এবং স্বার্থপরতার সাথে যুদ্ধ করেই বাঁচতে হবে। এসব থেকে নিজেকে সরিয়ে বাঁচার সম্ভব নয়।
চলুন এখন চলে যাই আজকে আমার দিনটি কিভাবে কাটিয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব।
''আজকের সকাল'' |
---|
আজকের সকালটা ছিল মেঘলা। ঘুম থেকে উঠে দেখি ঝিরঝির বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে খিচুড়ি অথবা ভর্তা ভাত খেতে ভালো লাগে। তাই আজ আমি পোলাও চালের খুদের ভাত এবং ভর্তা তৈরি করেছি। তাছাড়া আমার ছেলে খুদের ভাত এবং ভর্তা খুব পছন্দ। আজকের সকালের খাবারটা দেখে আমার ছেলে খুব খুশি হবে।
আজকে সকালের খাবার খেতে একটু দেরি হয়ে গেছে। ছেলে স্কুল থেকে আসার পর আমরা সবাই সকালের খাবার খেয়েছি।
''খুদের ভাত এবং ভর্তা'' |
---|
আজ আমি রান্না করেছি টেংরা মাছের পাতুরি ।লাউ দিয়ে চিংড়ি মাছ এবং কচু শাক।
''দুপুরের খাবার'' |
---|
দুপুরে খাওয়া-দাওয়া শেষ করার পর ছেলের সাথে বসে কিছুক্ষণ জোয়ান মুভি দেখলাম ।শাহরুখ খান আমার খুব পছন্দের একজন অভিনেতা। শাহরুখ খানের ছবি যত দেখি ততই দেখতে মন চায়। ও খুব রোমান্টিক এবং অসাধারণ একজন অভিনেতা। জোয়ান মুভিটা শাহরুখ খানের অন্যান্য মুভি থেকে অন্যরকম।
'জোয়ান মুভি '' |
---|
আজকে বিকেলে কিছুক্ষণ ছাদের সময় কাটিয়েছিলাম। বিকেলটা ছিল মেঘলা ।বিকেলের মেঘলা আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল ।তাই মেঘলা আকাশে ফটোগ্রাফি তুলে নিলাম।
' ''আজ বিকেলের মেঘলা আকাশ। '' |
---|
সন্ধ্যাবেলা কাজকর্ম শেষ করে ছেলেকে পড়তে বসালাম। তারপর কনটেন্ট লিখতে বসলাম। ছেলে পড়া শেষ করার পর রাতের খাওয়া দাওয়া শেষ করলাম।
বন্ধুরা আজ এই ছিল আমার দিনলিপি। সবাই ভাল থাকবেন শুভরাত্রি। আগামী সকালটা যেন সকলের জন্য মঙ্গল বয়ে আনে।
নতুন দিনের নতুন স্বপ্ন, আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপনার একটি দিনের কার্যাবলী তবে আমার কাছে বেশ ভালো লাগছে ছাদের উপর ফুল গাছ লাগানো ফুলে ফটোগ্রাফি গুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সারাদিনের কার্যক্রম আমাদের কাছে শেয়ার করার জন্য।
ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য।
একদমই ঠিক আশেপাশের অনেক মানুষই দিনদিন কেমন জানি সার্থপর হয়ে যাচ্ছে।আর এদের সাথে নিয়েই আমাদের চলতে হয়।সতর্ক থাকবেন এদের থেকে যতটা সম্ভব।
খুদের ভাত আমার পরিবারের সব সদস্যদেই খুব প্রিয়। আমি সাধারণত ছুটির দিনে রান্না করি এটা। যদিও অনেক দিন করা হয় না।আপানার খুদের ভাত দেখে ভাবতেছি এই শুক্র বা শনিবারে করবো।
আপনি চমৎকারভাবে আপানার সারাটা দিন আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য
কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু
কি আর বলবো স্বার্থ এমন একটা জিনিস স্বার্থের কারণে মানুষ অনেক মিথ্যা কথা বলে। কিন্তু হয়তোবা তারা এটা ভুলে যায় কোন না কোন একদিন। ঠিকই এই মিথ্যে কথাটা সত্যি হয়ে বের হয়ে আসবে।
আপনার একটা দিনের কার্যাবলী আপনি খুব সুন্দর ভাবেই আমাদের সাথে উপস্থাপন করেছেন। মুভি দেখেছেন দুপুরের খাবার খেয়েছেন,,, সকালে খুদে ভাত রান্না করেছেন। এবং বিকেল বেলা খানিকটা সময় ছাদে গিয়ে কাটিয়েছেন,,, আমাদের এখানে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে আকাশটা মেঘলা হয়ে আছে।
আপনার একটা দিন খুব সুন্দর ভাবেই কাটিয়েছেন। তার মাঝে রয়েছে কিছু বিষন্নতা কিছু মানুষের স্বার্থপরতার গল্প। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।
Thank u apu.
আপনার একটা দিনে কার্যকারী আমাদের সাথে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।আপনার ছাদের উপর ফুল গাছের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর লাগতাছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আপনার একটি দিনের কাটানো দিনগুলো আমাদের সাথে শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ।
কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
খুদের ভাত সাথে বতা যা আপনার আজকের
খাদ্য তালিকায় ছিল। বৃস্টির দিনে এমন একটি খাবার থাকলে আর কি লাগে। খুব সুন্দর ভাবে আপনি সারাটা দিনের কার্যক্রম আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।