বান্ধবীর রিসেপশনে যাওয়ার মুহূর্ত
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন ?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সকলেরই ভালো লাগবে।
গতকালকে আপনাদের মাঝে বান্ধবীর বিয়ের মুহূর্ত শেয়ার করে নিয়েছিলাম ।আজকে রিসেপশন বা কন্যা যাত্রীর কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। বান্ধবীর বিয়ে খুব কাছেই হয়েছিল। বাড়ি থেকে মাত্র ১০ মিনিটে রাস্তা কিংবা তারও কম হবে। বিয়ের আগে বান্ধবী আর বান্ধবীর মা দুজনে এসে আমাদের বাড়িতে নেমন্তন্ন করে গিয়েছিল। সেদিনকে কন্যাযাত্রী যাওয়ার জন্য বলে গিয়েছিল। কিন্তু তবু ও কন্যাযাত্রী যাওয়ার দিন ও আগে বলা উচিত ছিল। এমনকি আমি ওকে বলেছিলাম তুই যখন শ্বশুর বাড়িতে যাবি তার আগে আমাকে ফোন করিস ।তোর সাথে দেখা করে আসবো। যাই হোক অনেকে থাকে এমনকি অনেক রিচুয়াল্ থাকে সে গুলো পালন করতে করতে হয়তো মনে পড়েনি। কিন্তু কন্যা যাত্রীদের দিন গোটা একটা দিন তবুও ওর বাড়ি কারোর আমার কথা মনে পড়েনি। দুপুরবেলায় থেকে শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি সন্ধ্যার পর একটু থেমেছিল বৃষ্টি। বাড়িতে বসে আমি আমার মত মাটির কাজ করছিলাম ।সাথে বোন আমার বর দুজনেই ছিল। তখন রাতের বেলায় হঠাৎ করে বান্ধবী আমাকে ফোন করেছিল।
বেশ কয়েকবার ফোন করেছিল কিন্তু আমি রাগ করে ফোনটা তুলিনি। তখন দেখি রাত আটটার সময় ওর মা-বাবা দুজনেই আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে।আর বলছে কন্যাযাত্রী যাওয়ার জন্য। কিন্তু আমি তো কোনমতেই যেতে রাজি হচ্ছিলাম না, শাশুড়ি মা আমাকে একটু বকাবকি করছিল।আর বলছিল এতদিনের পুরনো বান্ধবী না গেলে হয়।ও আমাদের বাড়িতে বহু বার এসেছে। শাশুড়ি আমাকে আবারো বোঝালো যে নতুন বউ হয়ে গিয়েছে নতুন বাড়িতে সকলের সাথে কথা বলতে গিয়ে হয়তো ভুলে গেছে তোমাকে ফোন করতে। শাশুড়ি মা অনেক বুঝিয়ে তারপর নিজেই আমাকে রেডি করে দিয়েছিল। কিন্তু আমার ক্ষেত্রে একদমই উল্টো হয়েছিল ।আমিও তো নতুন বিয়ে হয়ে গিয়েছিলাম ।তবুও কিন্তু আমার সমস্ত চেনা পরিচিতদের ফোন করে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য বলেছিলাম ।বরঞ্চ আমার শ্বশুর বাড়িতে লোকজন বেশি। সব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় বের করে নেওয়া এটা কর্তব্যের মধ্যেই পড়ে। তবে বুঝে ছিলাম সবার মধ্যে সব জিনিসের শিক্ষা থাকে না।
যাইহোক ওর বাবা আমাদের বাড়িতেই বসেছিল যতক্ষণ না আমি রেডি হয়েছিলাম।আমি শেষে বাধ্য হয়েই রেডি হতে হয়েছিল। আমি আর আমার বর যখন দুজনের রেডি হয়ে বেরোলাম বোনটার মনটা ভীষণ খারাপ ছিল ।কারণ ওকে নিয়ে যেতে পারিনি।ওকে নিয়ে যাওয়ার জন্য বলেনি। তবুও আমার বর নিয়ে যাওয়ার জন্য বায়না ধরেছিল। আমি একটু বকাবকি করেছিলাম।তাই বোনকে নিয়ে যাওয়ার জেদ ধরেনি।এরপর আমরা যখন রাস্তায় বেরোলাম তখন শুনলাম কন্যা যাত্রীর বাস অলরেডি চলে গেছে ।মনে হয়েছিল যেন ওখান থেকে ঘুরে চলে আসি। যাইহোক রাত তখন বাজে প্রায় সাড়ে নটা। আমি আর আমার বর ওখান থেকেই টোটো ধরে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। তা ও আবার নিজেদের টাকায় টোটো ভাড়া দিয়ে। যাবার সাথে সাথে আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম। কারণ সেদিনও ছিল ও প্রচন্ড ব্যস্ত। আমার বর এইসব একদমই পছন্দ করেনা।
যাই হোক বেশিক্ষণ থাকেনি সাথে সাথে আবার ওখান থেকে টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম । বাসের জন্য অপেক্ষা করিনি।আসার ভাড়াও আমরা নিজেরাই দিয়েছিলাম। আমি কখনোই ওর কাছ থেকে এইরকম ব্যবহার আশা করিনি। আমার বাড়িতে ও যতবার নিমন্ত্রিত হয়েই কিংবা যে কোন কারনে এসে থাকুক না কেন আমার বাড়ির প্রত্যেকে ওকে সব সময় সম্মান করতো।। এই জিনিসটা সকলের মধ্যে থাকে না । আমি ওকে দেখে বুঝেছি। আমার মামারা আমাকে সব সময় সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছে। তাই আমি নিজে খারাপ থাকলেও সকলের সাথে সবসময় ভালো ব্যবহার করার কিংবা অন্যকে ভালো রাখার চেষ্টা করি।
ওর রিসেপশনের পর আমি ওর সাথে আর কোনো রকম ভাবেই যোগাযোগ করার চেষ্টা করিনি। কিছুদিন পর আবারো দেখলাম ও আমার সাথে যোগাযোগ করছে ।তবে আমি প্রথমে ফোন একদমই তুলতে চাইতাম না। আমার মতে এইরকম বন্ধুত্ব থাকার থেকে না থাকাই ভালো। তবে নিজের রাগ আমি আমার মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলাম।পরে সকলে শুনে আমাকে বকাবকি করেছে।আর বলেছিল তুই বলে গিয়েছিলি আমি হলে তো যেতাম না। কিন্তু ওই যে ভদ্রতার খাতিরে যেতে হয়। এই ছিল বান্ধবীর কন্যাযাত্রী যাওয়ার মুহূর্ত। আশা করি আমার এই মুহূর্তের মতো আশা করি আর কারোর এইরকম মুহূর্তের সাথে মুখোমুখি হতে হয়নি। এটা আমার কাছে একদমই অন্যরকম মূহুর্ত।
আজ এই পর্যন্তই ।আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন ,সুস্থ থাকুন।
SPOT-LIGHT TEAM: Your post has been voted from the steemcurator07 account.
Thank you 🙏