বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি আঁকা ছবি
নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন?আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আবারও নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।
৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। একটি গাছ অনেক মানুষের প্রাণ বাঁচায়। ৫ই জুন বিভিন্ন জায়গায় পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশ দিবস উপলক্ষে অনেক গাছ লাগানো হয়। আমাদের প্রত্যেকেরই উচিত গাছ লাগানো। কিন্তু আমাদের সমাজে গাছ লাগানোর থেকে বেশি পরিমাণে গাছ কাটা হয়। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন ৫ই জুন উপলক্ষে প্রত্যেককে একটি করে গাছ বিতরণ করা হতো। এত গাছ কেটে ফেলার ফলে আমাদের পরিবেশে এত ক্ষতি হচ্ছে ।যাই হোক আজকে আমি ৫ই জুন সম্পর্কে কোন কিছু লিখছি না। ৫ ই জুন সম্পর্কে একটি ছবি আঁকা আপনাদের মাঝে শেয়ার করছি। বরাবরের মতো এবারও বলছি আপনাদের মাঝে আগেই বলে দিচ্ছি আমি খুব ভালো ছবি আঁকতে পারিনা। তবু একটু চেষ্টা করেছি। এই ছবিটি একটি বই দেখে আঁকা।
বই থেকে নেওয়া
চলুন তাহলে আজকে ছবি আঁকাটি আপনাদের মাঝে শেয়ার করে নিই:-
প্রথম ধাপ
আমি প্রথমেই ছবি আঁকার জন্য একটি আঁকার খাতা, রাবার ,পেন্সিল রং নিয়ে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এরপর আঁকার বই দেখে ছবি আঁকার খাতাতে খানিকটা ছবি এঁকে নিয়েছিলাম।
তৃতীয় ধাপ
এবারে একটি মেয়ে গাছে জল দিচ্ছে এরকমই একটি ছবি অর্ধেকটা পেন্সিল দিয়ে এঁকেছি।
চতুর্থ ধাপ
এরপর আশেপাশে গাছপালার কিছুটা অংশ এঁকে নিয়েছি ।
পঞ্চম ধাপ
পরের ধাপে একটি ছেলে গাছ লাগাচ্ছে তার অর্ধেকটা অংশ আঁকা কমপ্লিট হয়েছে।
ষষ্ঠ ধাপ
এরপর পুরোপুরি অংশটি আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে।
সপ্তম ধাপ
এরপর রং করার পালা, প্রথমেই আমি গাছটিকে সবুজ রং করে নিয়েছি। গাছের পাতা যে রং এর হয় আমরা সকলেই জানি। তাতে উপরের খানিকটা অংশ রং করা হয়ে গেছে।
অষ্টম ধাপ
এরপর আশেপাশের কিছু অংশ রং করে নিয়েছি।
নবম ধাপ
এবারে ছেলে মেয়ে দুটো খানিকটা অংশ আমি বই দেখে পছন্দ মতো রং ব্যবহার করেছি। বাচ্চাগুলো স্কুলের পোশাক পড়ে রয়েছে। আমার পছন্দমত স্কুলের পোশাক রং করছি। তবে আমার স্কুলের এই রঙের পোশাক ছিল না।
দশম ধাপ
এবারে আমি আশেপাশে সমস্ত কিছু রং করা হয়ে গেছে। ছেলে,মেয়ে মাথার চুল সম্পূর্ণ আমার রং করা হয়ে গেছে। এছাড়া যেগুলো বাকি ছিল সম্পূর্ণ রং করা কমপ্লিট হয়ে গেছে ।
তৈরী
সমস্ত কিছুর রং করার পর আমার ছবিটি আঁকা কমপ্লিট হয়ে গেছে। ছবির উপরে লেখা আছে বিশ্ব পরিবেশ দিবস "একটি গাছ একটি প্রাণ"
এইরকম ধরনের ছবি বহুদিন পর আঁকার চেষ্টা করলাম। জানিনা কেমন হয়েছে। তবে খুব ভালো হয়নি সেটা আমিও বুঝতে পেরেছি। তবু আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। ছবি আঁকা খুবই ধৈর্যের কাজ। আমি অনেক চেষ্টার পর এই ছবিটি পুরোপুরি কমপ্লিট করতে পেরেছি। আমার কোন বিষয়ের প্রতি খুব একটা ধৈর্য নেই বললেই চলে। আঁকার হাতও খুব একটা ভালো না। এক জিনিস বারবার মুছে তবে সেটা ঠিকঠাক করতে পারি। ছবিটি সম্পূর্ণ অংশটা আমি বই দেখেই চেষ্টা করেছি। আসলে সব জিনিসেরই চেষ্টা থাকলে সেই জিনিসটা খুব সহজেই করা সম্ভব। কিন্তু আমার মধ্যে চেষ্টা জিনিসটা কোনদিনই ছিল না। বিশেষ করে আঁকার প্রতি। ছবিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ এখানেই শেষ করছি। আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
Thank you 🙏