তোমার কঙ্কালের মাথার ছবি দেখে মনে পড়ে গেল সামনে কালীপুজো। এছাড়াও আমরা চড়কের সময় সত্যিকারের কঙ্কালের মাথা নিয়ে খেলা করতে দেখি। তবে এখন ঠাকুর দেখতে গেলে মা কালীর কাছে কঙ্কালের মাথা আমরা দেখতে পাব। ছবি আঁকাতে আমি ভীষণ কাঁচা। একদমই যে পারিনা সেটা বলবো না। কোনরকমে চালানোর মতো ছবি আঁকতে পারি। প্রত্যেকদিন তোমার সুন্দর সুন্দর ছবি আঁকা দেখতে খুব ভালো লাগে। প্রত্যেকটা ধাপে ধাপে খুব সুন্দর ভাবে ছবিগুলো তুলে ধরেছ। এছাড়াও ভিডিও লিংক দেখেও খুব ভালো লাগলো। এই ভাবেই সুন্দর সুন্দর ছবি আঁকতে থাকো। আরো ভালো ছবি আঁকতে পারবে।