বাহ ছবি আঁকাটা খুব সুন্দর হয়েছে। তবে সত্যিই যেন দেখে মনে হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কদমতলা ঘাট। তবে কদমতলা ঘাটে হয়তো কতগুলো নৌকা থাকেনা কিন্তু ঠাকুর বিসর্জনের সময় নৌকা নিয়ে লোকজন দাঁড়িয়ে থাকে। তুমি খুব ভালো স্কেচ আঁকা শিখে গেছো। এত সুন্দর ছবি আঁকতে পারো সেটা এই প্লাটফর্মে তুলে না ধরলে জানতেই পারতাম না। আমি তো জানতাম তুমি শুধু দুষ্টুমি করতেই ভালো পারো। যাইহোক দিন দিন তোমার ছবি আঁকা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে প্রতিটা ধাপের মাধ্যমে ছবিটা আমাদের মধ্যে তুলে ধরেছে। এইভাবেই আরো ভালো ভালো ছবি আঁকতে চেষ্টা করো। আশা করছি তুমি পারবে।