একদম ঠিক কথা বলেছো পুজো আসছে আসছে এটাই খুব ভালো লাগে। কিন্তু পুজোর দিকগুলো যে কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। এখন পুরো কৃষ্ণনগরই থমথমে হয়ে গেছে। তোমার মত আমারও প্রচন্ড মন খারাপ করছে। যেহেতু প্রত্যেক দিনে আমি মামার বাড়ি তে যাই তাই মন্দিরের দিকে তাকালে মন্দিরটা পুরো হাহা করে। পরপর দুদিন বিসর্জন দেখতে আমিও গিয়েছিলাম। পরপর দুদিন বিসর্জন দেখে তো আমার প্রচন্ড শরীর খারাপ। তোমার চার গোল সিনারি আঁকা খুব সুন্দর হয়েছে। তুমি এই ভাবেই প্রত্যেকদিন একটা করে ছবি আঁকতে আঁকতে বেশ ভালোই ছবি আঁকা শিখে গিয়েছো। আরো ভালো ভালো ছবি আঁকতে হবে আর আমাদের মাঝে শেয়ার করতে হবে।
Sort: Trending
[-]
steemcurator08 (56)curator08 9 months ago