You are viewing a single comment's thread from:

RE: ঝিলিক দিদির বিয়ে - ৩ য় পর্ব ( অতি বিরক্তিকর কিছু মুহুর্ত)

in Incredible India5 months ago

বিয়ে বাড়ির অতি বিরক্তিকর মুহূর্ত ক্যামেরা ম্যানরা করে। তবে এটা নতুন কিছু নয়। আমার বিয়েতেও এরকম ঘটনা ঘটেছিল। শশুর বাড়ির কিছু লোকজন ক্যামেরা ম্যানদের উপর অতি বিরক্ত হয়ে গিয়েছিল। শেষে বকা শুরু করে দিয়েছিল। তবে সর্বদা বিয়ে বাড়িতে আমরাও এটা দেখে এসেছি যখন সিঁদুর পড়ানো হয় তখন বরের থেকে পিছনের জনের যেন বেশি উৎসাহী থাকে। মনে হয় সেই যেন সিদুরটা পড়াবে। কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয়নি তোমার দাদা নিজে নিজেই ঠিক সিঁথি তে সিঁদুর দিয়েছিল। যাইহোক বিয়ে মিটে গেলে সবার খাবার চিন্তায় কথায় আগে মনে পড়ে। বিয়ে বাড়িতে সেজেগুজে তোমাকে খুব সুন্দর লাগছে।

Sort:  

1000005434.png
Your post from Team6 has been curated by @solaymann.