অনেকদিন বাদেই আবার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলে। আসলে মামার বাড়ির প্রতি সকলেরই একটা বিশেষ টান থেকেই যাই। তোমার মত আমিও আমার বাপের বাড়ি থেকে মামার বাড়ি বেশি পছন্দ করি। আমিও বেশ কিছুদিন বাড়ি ছিলাম না তাই জানতাম না তোমরা মামার বাড়ি গিয়েছো। সেদিন দুপুর বেলাতেও আমি ঈশানকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছি তারপরে এসে দেখছি তোমাদের গেটে তালা ঝুলছে। যাই হোক পাশের বাড়ি থেকে পরে জানতে পারলাম তোমরা সকলে মিলে মামার বাড়িতে গিয়েছো। এ বছরে হুটহাট করে ভালই ঘুরে বেড়াচ্ছো। তবে হঠাৎ করে এরকম কোথাও যেতে বেশ মজাই হয়। আমারও ইচ্ছে আছে তোমার সাথে একবার তোমার মামার বাড়ি ঘুরতে যাওয়ার।