তোমার মধ্যে সব রকম প্রতিভা রয়েছে সেটা আমারও খুব ভালো লাগে। যখনই কোন কিছু দরকার বা শেখার হয় তাই আমি তোমার কাছে আগে ছুটে যাই। তোমার মত প্রতিভাবান আমাদের বাড়িতেও একজন রয়েছে কিন্তু তাকে দিয়ে আমার কোনরকম কাজ হয় না। তুমি যেমন সুন্দর গান গাইতে পারো ঠিক তেমন সুন্দর আঁকতে ও পারো। তোমার হাতের লেখা ও খুব সুন্দর সবকিছুই আমি খুব কাছ থেকেই দেখেছি এমনকি তোমাকে দেখেই নিজেও কিছু শেখার চেষ্টা করি। ক্যালেন্ডার টা এত সুন্দর করে তৈরি করেছ মনে হচ্ছে কোন প্রিন্টার থেকে বার করা হয়েছে। ক্যালেন্ডার এর ওপরে যে বাদ্যযন্ত্র গুলোর ছবি দিয়েছো সেগুলো তো আরো দুর্দান্ত লাগছে। সত্যিই তোমার পোস্টে নতুন কিছু দেখতে পেয়ে আমারও খুব ভালো লাগলো।