তুমি খেতে ভীষণ ভালোবাসো, এটা তো আমি ভালো করেই জানি। তবে তোমার খাওয়াটা যে খেয়াল খুশি সেটাও জানি। তোমাদের বাড়িতে বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই লোকজন আসা যাওয়া করে আর এটা ওটা খাবার তো লেগেই থাকে। বন্ধুদের সাথে অনেক খাবার-দাবার অর্ডার দিয়েছিলে। সকলে মিলে খুব আনন্দ সহকারে খাওয়া-দাওয়া করেছ। বন্ধুদের সাথে সুন্দর সুন্দর খাবার মুহূর্ত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।