ঘটনাটার কিছুটা হলেও হয়তো আমি জানি। বিয়ে বাড়ি তে এরকম ঘটনা প্রায় শোনা যায়। কারণ যে পরিমানে মানুষ নিমন্ত্রিত থাকে সেই পরিমাণে আয়োজন না করলে এইরকম অবস্থায় সকলকে পড়তে হয়। কারণ এই মন্ত্রিত লোক অনেক হয়ে গেলে তাদের জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। কিছুদিন আগে আমিও একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেইখানেতেও প্রায় রীতিমতো লাইন দিয়ে বসে খেতে হয়েছে। মনে হয় বিয়ে বাড়িতে এসেছি নাকি কোন কীর্তন তলায় খিচুড়ি খেতে গিয়েছি।