নববর্ষের আগের দিন বাচ্চাগুলো সবজি খুব সুন্দর আলপনা দিচ্ছিল আমিও বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে তাদের অক্লান্ত পরিশ্রম দেখছিলাম। আবার সকলে উদ্যোগ নিয়ে তাদের টিফিন দেওয়া জল দেওয়া বিষয়গুলো দেখে আরো ভালো লাগল। তবে ঝড় বৃষ্টির জন্য তাদের সেই দিন হয়তো আলপনা আঁকা কমপ্লিট করে উঠতে পারিনি। আমিও ভেবেছিলাম রাতে খাবার শেষ করে তারপরে পুরো কমপ্লিট আলপনা আঁকা দেখতে যাব। কিন্তু ঝড় বৃষ্টিতে সব কিছু ভেস্তে দিয়েছিল।