সত্যি নববর্ষের দিনে রাস্তাতে এত পরিমাণে ভিড় ছিল তা বলার নাই। তবে আমিও যখন যশোশ্বরীতে গিয়েছিলাম তখনও প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। নববর্ষের দিন তোমার ভাইদের সকলদের সাথে দেখা হয়েছিল ভালই হয়েছে। ভাই বলতে এখানে তোমার পার্টনারের সাথে। তাহলে মিলে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছো। নববর্ষের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।