তোমাদের দোতলা সমস্ত কাজই খুব ভালো হয়েছে। কিন্তু সব থেকে ভালো হয়েছে বেশি নেই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে আমি গিয়েই যখন দেখলাম আমি নিজে থেকেই সমস্ত টা খুলে খুলে নিজেই দেখে নিয়েছিলাম। কারণ সুন্দর জিনিস সবার আগে চোখে পড়ে। নিজের বাড়ি নিজের মতো করে সাজাতে সকলেই পছন্দ করে। বেশিন তৈরি করতে কত খরচ পড়েছে সমস্ত কিছুই তুমি পোস্টে তুলে ধরেছ। কোন কিছু সুন্দর করতে গেলে তার পেছনে বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়। যাই হোক তোমাদের বাড়ি সবকিছুই আমার ভীষণ পছন্দ হয়েছে যদি কখনো নিজের স্বপ্ন পূরণ করতে পারি। তাহলে আমিও ঐরকম ভাবেই সবকিছু তৈরি করে নেব।