You are viewing a single comment's thread from:

RE: বহু দিনের একটা ইচ্ছা পূরণ

in Incredible India2 months ago

একদমই তাই শখের দাম লাখ টাকা। আমাদের মত নিম্ন মধ্যবিত্ত পরিবারে সোনা কেনা একেবারেই সম্ভব নয়। ইচ্ছে থাকলেও উপায় হয় না। অনেকদিন তা ভাবনা পরিকল্পনা করার পর একটা জিনিস কিনতে হয়। তুমি অল্প অল্প করে নিজের বিয়ের জন্য গয়না তৈরি করছ দেখে বেশ ভালো লাগছে আমিও তোমার মত নিজের বিয়ের গয়না নিজেই তৈরি করে নিয়েছিলাম তখন গয়নার দাম অবশ্য অনেকটাই কম ছিল কিন্তু আমি গয়নার বিষয়ে তেমন কিছুই বুঝতাম না। তোমার পারলে চোকার খুব সুন্দর হয়েছে। ভগবান তোমার আরো ক্ষমতা দিক নিজের পছন্দমত জিনিস কেনার জন্য।

Sort:  

Nominated.png

Congratulations! Your post has been selected as one of our nominees for this week. Read here.

True Colours 5 are:
@aneukpineung78, @solperez, @wakeupkitty.

 last month (edited)

Thank you so much for visiting my comment and selecting me.