You are viewing a single comment's thread from:

RE: আমাদের আম গাছ

in Incredible Indialast month

একদমই তাই ছোটবেলাকার স্মৃতিগুলো আমরা কখনোই আর ফিরে পাব না তবে এখনকার বাচ্চাদের ছোটবেলাকার একদমই অন্যরকম আমাদের সাথে কোন মিল নেই। তোমার মত আমিও ছোটবেলায় ঝড় উঠলে আম কুড়োতে যেতাম তবে আমার মামার বাড়িতে কোন আমরা ছিল না আশেপাশে যাদের বাড়িতে আম গাছ ছিল সেই আম গাছের তলায় ছুটতাম আম কুড়ানোর জন্য। তবে আমাদের ছোটবেলায় কারেন্ট চলে গেলে হ্যারিকেনের আলো ছিল সাথে ছিল ঠান্ডা বাতাস এতেই আমরা ভীষণ খুশি ছিলাম কিন্তু এখনকার দিনে কারেন্ট চলে গেলে লাইটের আলো ,পাখা, এসি ছাড়া কেউ থাকতেই পারে না, মাঝে মাঝে মনে হয় সেই ছোট বেলায় ফিরে যেতে। ছোটবেলাতে চারিদিকেই কত গাছ কিন্তু এখনকার দিনে চারিদিকে তাকালে শুধু বাড়ি দেখা যায়। গাছের সংখ্যা একদমই কমে গেছে। যাই হোক তোমাদের গাছের আমগুলো তাড়াতাড়ি ফিরে ফেলো। আপনি সুন্দর স্মৃতিচারণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।