You are viewing a single comment's thread from:
RE: রাত দুপুরে বিবাহ বার্ষিকী সেলিব্রেশন
সেদিন রাতে বিবাহ বার্ষিকীর চমক দিতে এসে আমি চমকে গিয়েছিলাম সত্যিই সেদিন রাত্রিবেলা রাস্তার কুকুরগুলো ভীষণ জ্বালাতন করছিল। আমি তো শেষে বিরক্ত হয়েই ওই কান্ডটা করতে গিয়েছিলাম। আমিও দেখছিলাম সকলেই গেটের সামনে কেক রজনীগন্ধার মালা ফুলের তোড়া নিয়ে এসে হাজির হয়েছে। আর উত্তম জেঠুর গলা তো মনে হয় সারা পাড়ার লোক পেয়ে গিয়েছিল যা জোরে জোরে চিৎকার করছিল হ্যাপি বার্থডে বলে। সেদিন সত্যিই খুব হাস্যকর ঘটনা ঘটেছিল। তোমার পোস্ট পড়ে আরো একবার সব মনে পড়ে গেল।