You are viewing a single comment's thread from:

RE: Chocolate Banana Cake Recipe || with video

in Incredible India28 days ago

তুমি খুব ভালো কেক বানাতে জানো, এটা হয়তো সকলেই জানে। তোমার হাতে কেক খেতে ভীষণ ভালো লাগে। আমিও বহুবার ভাবি নিজে নিজেই কেক তৈরি করব কিন্তু কখনোই তা হয়ে ওঠে না। আজকে তুমি চকলেট দিয়ে আর কলা দিয়ে কেক তৈরি করেছিলে। কেকটা দেখেই মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। প্রত্যেকটি ছবিসহ ও উপকরণের মাধ্যমে কেক বানানোর পদ্ধতিতে তুলে ধরেছো। এই প্রথমবার হয়তো মাইক্রোওভেনে কেক বানালে মাইক্রোওভেনটা কিনে তোমার ভীষণ সুবিধা হয়েছে কেক বানানোর ক্ষেত্রে। সুন্দর কেক বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।