প্রথমেই অঙ্কুশ কে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। জন্মদিন বেশ কয়েকদিন হল কেটে গিয়েছে। পিসির বাড়িতে জন্মদিনের নিমন্ত্রণ ও খেতে গিয়ে বেশ মজা করে দিনটি কাটিয়েছিলে। ছোট ছোট বাচ্চারা চোখের সামনে কিভাবে বড় হয়ে যাচ্ছে সেটা সকলকে দেখলেই বোঝা যায়। যাই হোক পিসির বাড়িতে তোমার পছন্দমত খাবার রান্না করা হয়েছিল। সকলের সাথে মজা আনন্দ করে আবারও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলে।