You are viewing a single comment's thread from:

RE: রথের মেলার বিশেষ আকর্ষণ

in Incredible India8 days ago

গত বছরের মত এ বছরেও গর্ভমেন্ট কলেজের মাঠে রথযাত্রার উৎসব পালন করা হয়েছিল। তবে এ বছর একদমই জানতে পারিনি যে ওখানে রথযাত্রার মেলা হচ্ছে। জানতে পারলে হয়তো একবার যেতাম রথযাত্রার মেলা দেখতে। গত বছরে গিয়েছিলাম মামার সাথে মেলা দেখার জন্য। তবে এ বছরে যাওয়া হয়নি বলে ভীষণ মন খারাপ। মেলাতে প্রচুর দোকান বসেছে দেখে বেশ ভালো লাগলো। তোমার ব্যাগ দেখলেই কিনতে ইচ্ছে করে তবে আমার মেলাতে গেলে সবার আগে কানের দুল কিনতে ইচ্ছে করে। তবে একেকজনের পছন্দ এক এক রকমের হয়। তোমার রথযাত্রার সুন্দর পোস্ট করে ভালো লাগলো।