অনেকদিন পরে বাবার সাথে কেনাকাটা করতে বেরিয়ে ছিলে। আসলে সব ব্যবসাদার লোক ঠকানোর জন্য বসে থাকে। মানুষকে সহজ সরল পেলে বেশি ঠকায়। তবে আমি কোনদিন কৃষ্ণনগর ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে জামা কাপড় কোন কিছুই কিনি না ।প্রথম থেকেই চলে এসেছি ঢাকেশ্বরী বস্ত্রালয় নাকি জামা কাপড়ের দাম একটু বেশি নেয়। তবে হয়তো জিনিসের কোয়ালিটি অনেকটা ভালো হয়। সেদিন কাঁঠালের রস দিয়ে মুড়ি খেয়েছিলে আমিও কাঁঠাল দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করি তবে আমার শারীরিক কোন সমস্যা হয় না। কোন দোকানে জিনিস কিনতে গেলে যদি মানুষকে আপন করে কোন খাবার দেয় তাহলে সেটা সত্যিই খুব ভালো লাগে মাঝে মাঝে যখন যশোরেশ্বরী যাই কেনাকাটা করতে তখন ওই দোকানে থেকে দোকানের মানুষজনকে আপ্যায়ন করে। যাই হোক নিজে পছন্দ করে কলের জন্য কেনাকাটা করেছো। পছন্দ করে জিনিস কেনাটা খুবই দায়িত্বের কাজ। তবে সেই জিনিসটা অন্যের পছন্দ হবে কিনা সেটা আরও বেশি দুশ্চিন্তার। তোমার কেনাকাটার পোস্ট করে বেশ ভালো লাগলো।