আমিও প্রথমবার তোমার সাথে নার্সারিতে গিয়েছিলাম গাছ কিনতে। তবে এ বছরে তুমি যাওনি বলে আমারও যাওয়া হয়ে ওঠেনি। যে কোন জায়গাতে হঠাৎ করেই চলে যাওয়া ভালো। আমি দেখেছি কোন জায়গাতে প্ল্যান করলে সেই জায়গাতেই যাওয়া একদমই সাকসেসফুল হয়ে ওঠে না।। এবারে ঈশানের সাথে গিয়েছিলে ফুল গাছ কেনার জন্য তোমার ফুল গাছ কেনার প্রচণ্ড নেশা আছে এটা আমি ভালো করেই জানি। যাই হোক এখন বর্ষাকাল যে কোন গাছ লাগালে খুব সহজে গাছগুলো লেগে যাবে।