You are viewing a single comment's thread from:
RE: অতি বৃষ্টি আমাদের কাছে আশীর্বাদ নয় বরং অভিশাপ
একদমই তাই আমরা বাড়িতে বসে বাড়ির জানালা দিয়ে বৃষ্টির উপভোগ করি, প্রচন্ড গরমের হাত থেকে বাঁচার জন্য বৃষ্টির দিনগুলো বেশ ভালই লাগছিলো। তাতে আবার প্রত্যেকদিন মুখরোচক খাবার খেতে আমার মত সকলেই ভালোবাসে। কিন্তু এই বৃষ্টি অনেকের কাছে অভিশাপ। আমি কিছুদিন আগেই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেখানে না গেলে হয়তো তাদের বৃষ্টি হলে কেমন দুর্ভিক্ষের কবলে পড়তে হয় সেটা জানতে পারতাম না। এমনও বাড়িঘর রয়েছে তাদের ঘরের সামনে প্রায় এক হাঁটু মতো জল জমে রয়েছে এছাড়াও অনেকের বাড়ি নিচের অংশটা মাটির তৈরি তারপরে তিন কিংবা ঝাপ দিয়ে তৈরি করা হয়েছে। এ ছাড়া চাষের জমিগুলো জলে ডুবে গিয়েছে। কলা গাছের জমিতে অর্ধেক জল জমে রয়েছে। জল গুলো না শুকালে গাছগুলো মারা যাবে। বৃষ্টি হলে শহরের থেকে গ্রামের অবস্থা একদমই খারাপ হয়। ওদের কাছে বৃষ্টি যেমন আনন্দের তেমনি অভিশাপের।