আজকে তুমি এত খাবার-দাবার খেয়েছো দেখে আমার খেতে ইচ্ছে করছে। বৃষ্টির দিনে কারোর বাড়িতে পড়াতে যেতে একদম ইচ্ছে করে না ।তোমার মত আমারও ঠিক একই রকম হতো। তবে কামাই করলে উপায় নেই আবারও একদিন পরিয়ে দিতে হয়। সকালবেলায় নিজে হাতে লুচি ভেজে খেয়ে নিয়েছিলে, সকালবেলায় স্বাস্থ্যকর খাবার হিসেবে লুচি খেতে খুব ভালো লাগে। এরপর দুপুরে বাইরে খাওয়া দাওয়া করেছিলে। এখনকার দিনে যে চাকরি পায় তাহলে সেই উপলক্ষে ট্রিট দেয়। এই উপলক্ষে খাওয়া-দাওয়া করতে ভীষণ মজা লাগে। আসলে বন্ধুত্বের মধ্যে এই সবগুলো থাকা খুবই জরুরী। যাইহোক বাইরে সমস্ত ভালো ভালো খাবার খেয়েছ এরপর বাড়িতে এসে বৌদির হাতে চিকেন আর রুটি এ খাওয়া মজাই আলাদা। বাড়িতে যেকোনো ভালো খাবার তৈরি হলে যদিও পেট ভরা থাকে তবুও একটু খেতে মন চায়। আজকে সুন্দর মুহূর্ত শেয়ার করে নেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।