নিজের যে কোন শখ যদি নিজে পূরণ করতে পারি তাহলে তোমার মত আমারও ভীষণ ভালো লাগে। আগের হীরের আংটিটা চেঞ্জ করে এই আংটিটা নিয়েছো দেখতে ভীষণ সুন্দর লাগছে আর তোমাকে পড়েও খুব ভালো লাগছে। এই প্লাটফর্মে কাজ করে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পেরেছো। এদের তুমিও যেমন ভীষণ খুশি তেমনি শুনে আমারও ভীষণ ভালো লেগেছে। এরকমভাবে আরো কাজ করি এগিয়ে যাও আর নিজের স্বপ্ন পূরণ কর।