প্রিয়ঙ্কার 'সাধভক্ষণ' (Baby Shower) এর ফটোগ্রাফি
![]() |
---|
Made by Canva |
Hello,
Everyone,
সৃষ্টিকর্তা একজন নারীর ভিতরে এমন শক্তি দিয়েছেন যে একটি নতুন প্রাণ জন্ম দিতে পারে ।একটি শিশুকে পৃথিবীতে আনার দীর্ঘ দশ মাস দশ দিন চলা পথ কিংবা ৩৭ সপ্তাহ , তা একদম সহজ থাকে না। প্রথম মা হওয়ার সময় নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় লাভ করে।
![]() | ![]() |
---|
মা হওয়ার মধ্যমেই মেয়ে থেকে পূর্ণ নারী হয়ে ওঠে। মা না হলে মেয়েদের মাতৃত্ব পূর্ণ হয় না এটি সত্য কথা ।সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে একটি নারী মা হয়ে ওঠে । মা হওয়ার এই সময় তাকে অনেক কষ্ট করতে হয়, অনেক যন্ত্রণা সহ্য করতে হয় ।তবে আগেরকার দিনের থেকে বর্তমান সময়ে মা হওয়া অনেক কঠিন ।মাতৃত্বে বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে।
বাঙ্গালীদের গর্ভকালীন সময় বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে হয়। তেমনি একটি নিয়ম হলো 'সাধভক্ষণ' ।'সাধভক্ষণ' (Baby Shower) বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান যা গর্ভাবস্থার সাত বা নবম মাসে পালন করা হয়।
![]() | ![]() |
---|
নতুন মা হতে যাওয়া তার পছন্দ অনুযায়ী খাবার গুলো এবং বিভিন্ন প্রকার শাক , মাছ, মাংস, পয়েস ,পিঠা, মোয়া নাড়ুসহ বিভিন্ন ধরনের খাবার তার সামনে সাজিয়ে দেওয়া হয়।একটি বিশেষ দিন দেখে মাকে তার পছন্দ অনুযায়ী খাবার তৈরি করে দেওয়া হয় ।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই মিলে নতুন শিশুর সুস্থতা কামনা করে, মা ও শিশু যেন সুস্থ থাকে এবং তাদের মঙ্গল কামনা করে এই উৎসব পালন করে থাকে। শুধু একটি শিশুরই জন্ম নয় তার সাথে সাথে একটি মেয়ের মা হয়ে জন্ম নেওয়া ।
![]() |
---|
মায়ের সকল ব্যথা শিশুর হাসি মুখ দেখে সবকিছু ভুলে যায় । সনাতনী ধর্ম রীতিতে 'সাধভক্ষণ' দিনে মাকে নতুন পোশাক দেওয়া হয়, তার সাথে সাথে নতুন শাখা-পলা দেয়া হয় । আত্মীয়-স্বজন যারা আসেন তারাও নতুন পোশাক সিঁদুর আলতা দিয়ে আশীর্বাদ করেন। নবজাতক শিশু এবং মায়ের মঙ্গল কামনার জন্য তাদেরকে আশীর্বাদ করে ।
![]() | ![]() |
---|
“ Baby Shower” পশ্চিমা দেশগুলো এই উৎসব পালন করে থাকে । যুগের সাথে সাথে তাল মিলিয়ে বাঙালিরাও সেই পশ্চিমা কালচার অনুসরণ করছে। আমাদের সময় ”সাধভক্ষণ” ছিল তখন “ Baby Shower” ছিল না। আমাদের ঐতিহ্যের সাথে সাথে বিদেশী কালচারগুলো পালন করে থাকি।
আজ অনেকদিন পর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো? অবশ্যই সুন্দর সুন্দর মাধ্যমের মাধ্যমে জানাবে।সকলে ভালো থাকো, সুস্থ থাকো ।
![]() | ![]() |
---|
আমার বান্ধবীর এই বিশেষ দিনে সবাই তোমরা ওদের জন্য আশীর্বাদ করবে। মা ও সন্তান দুজনে ভালো থাকুক, সুস্থ থাকুক সেই আশা রেখে এখানে বিদায় নিচ্ছি ।
Device | Description |
---|---|
Smartphone | Redmi |
Smartphone Model | Redmi Note 13(2024) |
Photographer | @muktaseo |