Better Life with Steem|| The Diary Game|| 10- 09-2025||
![]() |
---|
Hello,
Everyone,
কূমরটুলিতে প্রতিমা প্রস্তুতির কাজ প্রায় শেষের দিকে। কূমরটুলিতে প্রতিমা তৈরি করার কাজে সবাই ব্যস্ত ,কার প্রতিমা কতটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায় সে নিয়ে সবাই ব্যস্ত সময় পার করছেন এবং মন্দিরে কর্তৃপক্ষ এই আয়োজনকে কত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় তা নিয়ে ব্যস্ত ।
মন্দির কর্তৃপক্ষ থেকে কিছু লোক টাকা কালেকশন করতে নেমে গেছে। ২১ তারিখের মহালয়া উৎসব ফুটিয়ে তোলার জন্য মন্দিরে চলছে প্রতিনিয়ত রিহার্সাল ।প্রতিটা মন্দিরে মহালয়া হবে ,সেই সকালবেলা "চন্ডীপাঠ "থেকে শুরু করে দেবী মায়ের "মহিষাসুর বধ "সেই পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলার জন্য সবাই ব্যস্ত হয়ে উঠেছে।
শহরের থেকে পুজো পুজো আমেজটা খুঁজে পাচ্ছি না, গ্রামের বাড়িতে প্যান্ডেল তৈরি করা , প্রতিমা তৈরি করা দেখতে পাওয়া যায়। শহরের চার দেয়ালের মাঝে সেটা দেখতে পাচ্ছি না ।কিছুই করার নেই ।পুজো আসছে সেটা বুঝতে পারছিনা ।
প্রতিদিনের মতো আজ সকালে নাস্তা তৈরি করতে ইচ্ছা করছিল না । গতকাল কলেজ থেকে ফেরার পথে চকলেট ব্রেড নিয়ে এসেছিলাম , এগুলো দিয়ে সকালের নাস্তা করে নিলাম। দুপুরের রান্নাবান্না করতে হবে ,নিচ থেকে কিছু সবজি কিনে আনলাম । সবজি অনেক তাজা ছিল কিন্তু তার মূল্য ছিল অনেক ।
১০০টাকার নিচে কোন সবজি পাওয়া যায় না ।শুধুমাত্র কাঁচা পেঁপে ৪০ টাকা কেজি দরে পাওয়া যায় । অন্যান্য সবজি ৯০ টাকায় ,১০০ টাকা ,১২০ টাকা , কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কাঁচা বাজারে মনে হচ্ছে যেন আগুন লেগেছে। এটা বলার আর কেউ নেই ,দেখারও কেউ নেই।
![]() |
---|
আমরা সাধারণ জনগণ, আমাদের বাধ্য হয়ে কিনে খেতেই হবে ।সকল সবজির এত মূল্য ,সকল জিনিসপত্রের এত মূল্য হওয়া সত্বেও কোন কিছু পরে থাকে না । সবই কিছু বিক্রি হয়ে যাচ্ছে। এমন কিছু ভাবিদেরকে দেখী যারা কোন কিছু নিয়ে দর কষাকষি করে না , বিক্রেতা যা বলে তাই দিয়ে নিয়ে যাচ্ছে ।
![]() | ![]() |
---|
আমার মনে হয় বিক্রেতা সব সময় সঠিক মূল্য যাচ্ছেনা। তারা অনেক সময় বেশি মূল্য দাবি করে থাকেন ,আমি অযথা পয়সা নষ্ট করার পক্ষপাতী নই।দ মাঝে মাঝে কিছু টাকা কমিয়ে কিনতে পারলে ভালো লাগে । দুপুরের রান্না সম্পূর্ণ করলাম ।মা-মেয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। চেয়েও
শরীর ভালো ছিল না তাই কিছু সময় বিশ্রাম নিলাম । আর্মি বাবু বিকেলবেলা অফিস থেকে ফেরার পথে কিছু চিকেন রোল এবং কিমা বন নিয়ে এসেছিল। সন্ধ্যার জলখাবারে চায়ের সাথে সেগুলোই ছিল ।তিনি আর একটি জিনিস নিয়ে এসেছিল , তাকে বলেছিলাম একটি প্লাস্টিকের জার নিয়ে আসতে, তিনি পুরো এক সেট RFL কোম্পানির প্লাস্টিকের জার নিয়ে এসেছে।
সামনে যেহেতু পূজো আছে তাই নাড়ু ,মোয়া, লুচি অবশ্যই বানাতে হবে ।এগুলো রাখার জন্য অনেক ভালো হবে সব। কাঁচের জারে নাড়ু রাখলে অনেক দিন ভালো থাকে। আমি তো অনেক কিছু চিন্তাভাবনা করি কিন্তু জানিনা কতটা কি করতে পারব। কারণ শরীরের যে অবস্থা মনে হচ্ছে তাই ।একমাত্র সৃষ্টিকর্তা আমার ভরসা ।পূজার মার্কেট কার কার করা হলো অবশ্যই জানাবেন ।আমি এখনো ততটা করতে পারিনি। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।

Thank you, Ma'am.@lirvic