Better Life with Steem|| The Diary Game|| 30- 08-2025||
![]() |
---|
Made by Canva |
Hello,
Everyone,
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর ধারে কাশফুলের মেলা জানিয়ে দিচ্ছে ,মা দুর্গা তার বাবার বাড়ি আসার সময় হয়ে গেছে ।মা প্রতিবছর তার বাবার বাড়িতে আসে এবং সবার মঙ্গল বয়ে নিয়ে আসে।
আমার মা-বাবা আমার বাসাতে প্রায় দুই মাস ছিল। আপনারা সকলেই জানেন ,একজন ৭০বছর বয়সে প্রবীণ লোকের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে। আমরা চেষ্টা করছি তাকে সুস্থ রাখার, তাকে হাসিখুশি রাখার ।এখন ডায়াবেটিস এবং প্রেসার দুটোই নিয়ন্ত্রণে আছে। চোখের অপারেশন এর পরে এখন সে ভালো দেখছে ।
তার কিডনির সমস্যা অনেকটাই ভালো , এখন তার হাত পয়ের ফোলা আর নেই , একদম স্বাভাবিক হয়ে এসেছে ।কিন্তু দাঁতের সমস্যা রয়ে গেল। একটা দাঁত তোলা হলো কিন্তু তার আরো চারটি দাঁতের সমস্যা রয়ে গেল। যেহেতু চোখের অপারেশন করা হয়েছে এক মাস হয়নি তাই এখন আবার দাঁত তোলাটা একটু ঝুঁকিপূর্ণ হবে । ডাক্তার বলেছেন ব্যথা হলে সাধারণ পেলেন নাপা দিতে হবে ।সে অনেক ধরনের ঔষধ পাচ্ছে তাই তাকে কোন এন্টিবায়োটিক ঔষধ দেয়া যাবে না ।
বাবা-মা এখন বাড়িতে যেতে চাচ্ছে। প্রায় দুই মাস হল ,এখান তারা বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে।যারা গ্রামে বসবাস করে তারা শহরের এই চার দেয়ালে বেশি দিন থাকতে কষ্ট হয় । আজ বাপি-মা বাড়িতে যাবে , খুব সকালবেলা উঠে আমি নাস্তা বানাতে রান্না ঘরে চলে গেলাম।
![]() |
---|
আজ ছিল শনিবার ,ছুটির দিন থাকা শর্তেও আর্মি বাবুর অফিসের কাজের জন্য চট্টগ্রাম যেতে হল । তিন সকাল ৬টার গাড়িতে চলে গেলেন। বাপি-মাকে লঞ্চে উঠিয়ে দিবে আমার ছোট বোনের হ্যাসবেন্ড। আপনারা সকলেই জানেন আমি বরিশালের মেয়ে । আমার বাবা বাড়ি বরিশাল বিভাবে বরগুনা জেলায়।
বাপির পক্ষে গাড়িতে যাওয়া কষ্ট হবে তাই তিনি লঞ্চে যেতে বেশি পছন্দ করেন। একটি সমস্যা হলো ,এই লাইনে প্রতিদিন লঞ্চ থাকে না। একদিন অথবা দুইদিন পর পর লঞ্চ থাকে, এখন একটিমাত্র লঞ্চ তাই তারা আজকে যাবে । রাতে লঞ্চে থাকতে হবে, বাপি-মায়ের জন্য রাতের খাবার দিয়ে দিতে হবে তাই আমি ঝটপট রান্না গুলো সেরে নিলাম । তাদের রাত্রে খাবার গুছিয়ে দিলাম।
![]() |
---|
খুব খারাপ লাগছিল , এতদিন কলেজ থেকে এসে কি রান্না হবে, সেই নিয়ে কোন টেনশন থাকত না, এসে মায়ের হাতে রান্না খেতাম। মায়ের হাতে রান্না খেতে অনেক সুস্বাদু ।আজ রান্না করেছিলাম বেগুন ভাজি ,লাউ চিংড়ি,পোমা মাছের ঝোল এবং দেশী মুরগির মাংস।
বরিশাল অঞ্চলে এই মাছ এর নাম "পোমা "। আমি জানিনা ,অন্যান্য অঞ্চলে এই মাছগুলো কি নামে পরিচিত । এই মাছগুলো অনেক সুস্বাদু ,এগুলো নদীর মাছ,গুলো অনেক নরম থাকে এবং কম কাটা থাকে ।এই মাছগুলো আমার খুবই প্রিয় ,বাবাও খুব পছন্দ করেন। সাধারণত ঢাকাতে এই মাছগুলো সব সময় পাওয়া যায় না ।মাঝে মাঝে পাওয়া গেলেও বরফ দেয়া থাকে। নদীর থেকে তাজা মাছ নিয়ে আসে তা খেতে বেশি ভালো লাগে। এই মাছের পাতুরি অনেক সুস্বাদু হয় ।
![]() | ![]() |
---|
বাবা-মা কাছে থাকা মানে স্বর্গের কাছে থাকা । বাবা-মাকে সবকিছু বুঝিয়ে দিলাম । পূজো চলে এসেছে তাই আর্মি বাবু তাদের জন্য পুজোর পোশাক দিয়েছেন । সদরঘাট যেতে জ্যামের কারনে দেরি হতে পারে তাই বাসা থেকে দুপুর ১টার সময় বেরিয়ে পড়ল । মাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম, মার চোখে কান্না চলে আসল।
আমাদের অঞ্চলের কথায় আছে ,”দেখলে মায়া না দেখলে ছায়া”। অনেকদিন মেয়ের কাছে ছিল তো তাই বেশি মায়া হয়ে গেছে।যে সন্তান এর কাছে থাকে আবার অন্য সন্তানের জন্য মায়া লাগে। মায়ের প্রতিটা সন্তানের জন্যই মন কাঁদে , কিছুই করার নেই এটাই বাস্তব।
![]() | ![]() |
---|
এক মাসের ওষুধ গুলো দিয়ে দিলাম ,সবকিছু বুঝিয়ে দিলাম, ড্রপগুলো বুঝিয়ে দিলাম ,সব লিখে দিয়েছি । আমি মা-বাবাকে আগিয়ে দিলাম ।লিফটে যখন বাসা থেকে নেমেছিলাম তখন আমি, বাবা-মা, ছোটদা সবাই নেমেছিলাম,। যখন আমি বাসায় চলে আসছি তখন আমি একা লিফটে ।
এখন মনে হচ্ছে যে, আমাদের জীবনটা একই রকম। যত আত্মীয়-স্বজন থাকুক না কেন দিন শেষে কিন্তু আমি একা থেকে যাবো। এখানে ইতি টানছি। সবাই ভাল থাকুন ওসুস্থ থাকুন ।
আমার পোস্টটি সমর্থন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।@sduttaskitchen