পরীক্ষার হল বলে কথা তা তো একটু কঠিন থাকবে 🥰 তবে আমরা সব স্টুডেন্টরাই চাই যে আমাদের হলে শিক্ষকগণ একটু নরমাল ডিউটি দিক, যেন আমরা আমাদের সহপাঠিদের সাথে একটু হালকা কথোপকথন করতে পারি।
চিকিৎসার জন্য কলকাতা অনেক ভালো। আমিও বাংলাদেশ থেকে দুইবার কলকাতা গিয়েছিলাম চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য ভরসার স্থান হল কলকাতা।
সংগীত হলো মনের শান্তি। আপনিও সংগীত নিয়ে অনেক দূরে এগিয়ে যান সেই শুভকামনা রইল।
পুজো মানে হলো আনন্দ, প্রতিটি পূজা মন্দিরে থাকে নতুন নতুন থিম তাই সেই দিনগুলো সবার কাছে আকর্ষণীয় করার জন্যই এমন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, তাই প্যান্ডেল উদ্বোধন হওয়ার পরে ছবি তোলাটা ভালো হবে। পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল।