ভালো মানুষ ও খারাপ মানুষ সম্পর্কে আপনি বেশ দারুণ একটা উপস্থাপনা শেয়ার করেছেন আমাদের মাঝে পাশাপাশি তাদেরকে চিহ্নিত করার বিষয়টিও ক্লিয়ারলি পয়েন্ট টু পয়েন্ট শেয়ার করেছেন আমাদের মাঝে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সমাজে মাথা উচু করে বাআতে হলে, অন্যদের থেকে সম্মান পেতে হলে ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নেই।ভালো মানুষকে পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া দায়।
তবে ভালো মানুষকে যে সবাই ভালোবাসে এমনটাও কিন্তু নয়,কিছু কিছু মানুষ থাকে যারা ভালো মানুষদপর সম্মান করে না, তাদেরকে গুরুত্ব দেয় না না।
তবে একজন ভালো মানুষের দায়িত্ব সেই সকল খারাপ মানুষদের উপেক্ষা করে তার ভালো কাজগুলো চালিয়ে যাওয়া।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোষ্ট আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।