অনেকদিন বাদে বিশ্বকর্মা পূজার দিন শ্বশুরবাড়ীতে গেলাম

গতকাল অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন আমি শ্বশুরবাড়ীতে গিয়েছিলাম। সেইদিন আবার ওনাদের রান্না পূজা ছিল। এদেশীয়দের মধ্যে এই পূজার প্রচলন আছে কিন্তু আমাদের বাঙালদের মধ্যে নেই। আমার স্ত্রী মঙ্গলবার রাতে অফিস থেকে সোজা ওর বাপের বাড়ীতে চলে গিয়েছিল আর আমি বুধবার গেলাম তাও প্রায় এক মাস বাদে। যদিও শ্বশুরবাড়ী পৌঁছতে আমার যথেষ্ট দেরী হয়ে গিয়েছিল।


আমি ঘুম থেকে উঠলাম সকাল ১০টা নাগাদ। তারপর বাড়ীর সব কাজ সেরে ট্রেনে করে শ্বশুরবাড়ীতে গিয়ে যখন পৌঁছলাম তখন দুপুর ১টা ১৫ বাজে। ট্রেনে আমি গতকাল বসার একদম জায়গা পাইনি। পুরো এক ঘন্টা আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে। যাইহোক, পূজো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল। তবু আমি ঠাকুরঘরটা একবার ঘুরে সোজা দোতলায় চলে গেলাম স্নান করতে। দোতলায় ওঠার সময় দেখলাম যে পাশে দুর্গা পূজার মন্ডপ তৈরির কাজ জোর কদমে চলছে।

এরপর স্নান করে নীচে নেমে আমি দেখলাম যে আমার মেয়ে ঋধির ততক্ষণে স্নান করে খাওয়া হয়ে গেছে। আমি ওকে কোলে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। ওই বাড়ীতে মেনী বিড়ালটা তিনটে বাচ্চা দিয়েছে, সেইখানে ওকে নিয়ে গেলাম।

এরপর ঋধি মেঝেতে বসে খেলা করতে লাগলো আর আমরা সকলে লাঞ্চ করতে বসলাম। এইদিন আগুন জ্বালানোর নিয়ম নেই, তাই আগেরদিন সব রান্না করে রাখতে হয় আর পান্তা ভাতের সাথে খেতে হয়। গতকাল আমাদের খাবারের মেনু ছিল পান্তা ভাত, ডাল, কচুবাটা, আলু সেদ্ধ, পাঁচ রকমের ভাজা যেমন কাঁচকলা ভাজা, চিচিঙ্গা ভাজা, ঢ্যাঁড়শ ভাজা, আলু ভাজা ও কলার বড়া। আমিষ পদের মধ্যে ছিল পার্শে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা এবং ইলিশ মাছের মাথা ও চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। সবশেষে ছিল চালতার চাটনি এবং চষির পায়েস।

এতকিছু খাওয়ার পর হাঁটতেও খুব কষ্ট হচ্ছিল, তাই মেয়ে আর স্ত্রীকে নিয়ে সোজা দোতলায় চলে গেলাম বিশ্রাম নিতে। বিকেলবেলায় সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি বহড়ু স্টেশনে এসে পৌঁছলাম। আমার স্ত্রী আজকে রাতে অফিস করে কলকাতার বাড়ীতে ফিরবে। দুপুরে বড্ড বেশি খাওয়া হয়ে গিয়েছিল বলে আমি বিকেলেও বেশ ঘামছিলাম, তার ওপর ভ্যাঁপসা গরম তো আছেই।

ট্রেন চলে আসলে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার ট্রেনেও বেশ ভীড় ছিল আর আমি বসার জায়গা পাইনি। যাইহোক, এরপর বাড়ী ফিরে সন্ধ্যে দিয়ে নিয়ে এক কাপ চা করে আমি অনলাইনে কাজ করতে বসলাম। কাজ করা শেষ হয়ে যাওয়ার পর গতকাল আর আমি ডিনার করিনি। দিদি আসলে আমি ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম। দিদি বাড়ী ফিরে গেলে আমি ঘুমাতে চলে গেলাম।

X share: https://x.com/PijushMitra/status/1968715968827310490
Congratulations!! Your post has been upvoted through steemcurator04. We encourage you to publish creative and high-quality content, giving you a chance to receive valuable upvotes.